৫ ফেব, ২০১১

সোনালী সন্ধ্যে তখনো ম্রিয়মান


এক একটা সন্ধ্যা ঘোর কৃষ্ণ বর্ণ
হওয়ার আগে লালচে আলোয় তোমার
অনাবৃত পিঠের তামাটে রঙ দীপ্ত দেখি।
সেখানে অবাধ্য চুলেরা লুটোপুটি খায়,
তারই ওপর কানের লতিতে ঝুলে থাকা
কবেকার ঝুমকো হালকা দুলে ওঠে।
আরো একটু ঘাড় বাঁকা হলে মুখের
একপাশ পুরোটা দেখি- ঈষৎ বাঁকানো
ঠোঁটে খেলা করে আলোছায়া, সেখানে
হ্যাঁ আর না এর ভেতর বিস্তির্ণ ফাঁকা মাঠ!

ঈষৎ গোলাপী ঠোঁট চেপে বসে বার বার
সতর্ক করেছিল, এবং ছোঁয়া যাবেনা বলেও
শেষ পর্যন্ত কথা রাখতে পারেনি !
তখন আকাশের লাল আভা আরো গভীর কৃষ্ণবর্ণ।

ক্রমে তামাটে রঙ যখন আর চেনা যায়না
পাখিদের ঘরে ফেরা শেষ,আরো পরে
যে শেষ পাখিটা, সেও উড়ে গিয়েছিল।
এখন আর পাহারায় কেউ নেই!

চারিধার নিঝুম হয়ে এলে একান্তে
শান্ত তারারা চোখ মেলে চেয়েছিল।
তুমি ভেবেছিলে অত দূরের তারা
সেতো দূরেই ছিল, থাকেও দূরে।

অথচ তুমি জানোনি তারারা পষ্ট শুনেছিল!
ভারি হয়ে আসা নিশ্বাস আর বুকের ভেতর
উথাল পাথাল ভূমিকম্প ঠিকই বুঝেছিল!
কারণ তোমার হ্যাঁ আর না এর ভেতর
তখন কোন বিস্তির্ণ ফাঁকা মাঠ ছিলনা।

৩টি মন্তব্য:

RTH বলেছেন...

জটিল হৈতাছে গুরু, আপনি চাইলে ঠিক যেইদিন যেই সময়ে মূল পোষ্ট খানা করছিলেন সেই সময়েও এই ব্লগে দিতে পারবেন, মানে চাইলে ২০০৫ সালের ডেটও দিতে পারবেন, এইভাবে দিবেন, Post Options (publish post এর ঠিক উপরে) > ক্লিক, এইবারে ডাইনে Post date and time > Automatic থেকে সিলেক্ট করবেন Set date and time এ :)

মনজুরুল হক বলেছেন...

ধন্যবাদ রামু। এটাও আমার কাছে নতুন! এরম আরো কিছু ব্যাপার আছে যা বুঝতে ঘাম ঝরতেছে!যেমন:
১. ওয়েভ লিংক পাচ্ছিনা। ওদের একজামিন করতে করতে কাহিল! ১৫/২০ বার করতে করতে যেই একটা ভুল হইতেছে ওমনি নতুন করে!!!
২. চাইতেছি হোম পাতায় পোস্টের অল্প অংশ থাকবে। তাতে হোমে ৭ বা ১০টা পোস্ট রাখা যেত। সেটাও হয়না। রাখলে সব পোস্টের সম্পূর্ণ অংশ দেখায়!

এনি ওয়ে। সাথে আছো সাথে থেকো।

RTH বলেছেন...

মন্জু ভাই, ট্রিকটা খুব ইজি, সেটা ইউআরএল হোক আর শর্ট প্রিভিউ, কাল রাতে একসময় ফোন করেন, আমি ফোনে বলে দেব, তবে সামনে পিসি থাকতে হবে আপনার, যাতে বলা কথাগুলা তখনই দেখে করতে পারেন। নিজের নতুন নম্বর ভুলে গেছি :( কাল জানিয়ে দেব :)