আমিও এখন আর বৃষ্টি দেখিনা।
মান কচুর বড় পাতাটার নিচে
কিশোর কিশোরী বসে থাকার
সেই অপার্থীব আনন্দ দেখিনা।
দেখিনা স্ত্রস্ত পায়ে ভেজা কাপড়ে
অরুণীমার হেঁটে যাওয়া, চুল বেয়ে
ফোটায় ফোটায় জল ঝরা।
আর দেখিনা মখমলের মত সবুজ ঘাসে
চিকন জলরেখার নদী পানে ছুটে যাওয়া।
আমরা এখন চটা ওঠা দেয়ালে নিবিষ্ট চোখে
কেবলই হারানো মুখের কল্পিত ছবি আঁকি!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন