১২ ফেব, ২০১১

মেঘ বালিকা ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪


একজন পাথর খুড়িয়ে মাথা তুলে চাইল
একজন ক্লান্ত পথিক পথ হারিয়ে দাঁড়াল
একজন রাজ তনয় ঘোড়া থেকে নামল
একজন ক্ষয়রুগী কাশি থামিয়ে সোজা হল.......

এক্ষুণি পর্ব্বত শিখর থেকে নেমে আসবে,
নেমে আসবে শিখরে বসে মেঘ ছুঁতে চাওয়া
সেই নির্বাক নিরেট মানুষটা,যার হাতে
মেঘ ধরার জন্য ঠাস বুনোটের জাল।

কেউ জানে না,কত কাল আগে
এক পাহাড়ি বালিকা মৈশুন্ডি পাতায়
রং মেখে ছাপ দিয়েছিল হাতে,
এরা কেউ জানে না,শুধু ওই মানুষই জানে।

এরা বলে-যে ঝর্ণা গড়ায় সে তো আর ফেরে না,
এরা বলে যে বাতাস বয়ে যায় সে তো আর আসে না।
কিন্তু নির্বাক নিরেট মানুষটা জানে
কেউ কেউ কথা রাখে
কেউ কেউ শত বছরের অপেক্ষা বুকে ধরে
নির্জলা মেঘের হাত ধরে ঘরে ফেরে
পর্ব্বত শিখরে এসে স্পর্শ করে
অতলান্ত সমুদ্র থেকে সটান উঠে আসে
তার পর মেঘের ভেলায় চড়ে ভাসতে ভাসতে
নির্বাক মানুষটির হাত ধরে
তার পর একসাথে তারা মরণ থেকে জীবনে ঝাঁপিয়ে পড়ে.......

একজন পাথর খুড়িয়ে দেখল
নির্বাক মানুষটা দুহাত বাড়িয়ে
ঝাঁপ দিল আকাশে,একা ? না কি ওরা দুজন ছিল ?


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মৈশুন্ডি পাতা ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:২১


  • ৩৮ টি মন্তব্য
  • ৩৩০ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩১
লেখক বলেছেন: ধন্যবাদ আলী প্রাণ।
২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২০
শফিউল আলম ইমন বলেছেন: আপনার কবিতা আগে পড়েছি কিনা মনে নেই। এখন দেখছি অলরাউন্ডার।:)
সত্যি দারুণ।
ভালো লাগল।
কেমন আছেন??
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫
লেখক বলেছেন: নো ব্রাদার।পূর্ণাঙ্গ এটাই প্রথম। অলরাউন্ডার নই,সিম্পলি লোয়ার অর্ডার ব্যাটসম্যান, অকেশনালি অর্থডক্স বোলার।বেষ্ট ইলেভেনে থাকাটাই প্রশ্নবিদ্ধ।
৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৩
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৭
লেখক বলেছেন: গ্রেট জীবনানন্দ বোদ্ধা শামীমই রেটিং দিতে পারবেন।চলবে ?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩০
লেখক বলেছেন: সুপ্রিয় লীলেন,আপনি অন্তত জানেন,কবিতা হয় না আমায় দিয়ে।২.৫ প্লাস পাওয়ারের চশমা ছাড়াই সোনামূখি সুঁইয়ে সূতো পরানোর চেষ্টা...
৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪০
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫০
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫৭
লেখক বলেছেন: টেকি বিষয়ে আমি ক-অক্ষর গোমাংশ ! ক্যামনে দেই ? দেখি...............
৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪৮
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৫
লেখক বলেছেন: মেঘ বালিকারা বিষন্ন বালিকাই হয় 'ধূমপায়ী বালক'!

আসলে খুঁজে পেলাম না । যেটা পাই ফরমেট মেলে না।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৭
লেখক বলেছেন: ???......!!!
১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০০
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৫
লেখক বলেছেন: পারফেক্ট জাগায় টোকা দিছেন ! কথা হইল কবিতা কীরাম........?

ধন্যবাদ।
১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৯
অংকন বলেছেন: বল্লাম না কবিতা জোশ ।

দেখেন ভাইজান , কত বালিকা ,
মেঘবালিকা
জলকন্যা
ছায়াকন্যা
আলোকন্যা
হ্যানবালিকা
ত্যানকন্যা

জীবন অতিষ্ঠ ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৮
লেখক বলেছেন: ......আর এই সব বালিকাকান্ডে জীবন অতিষ্ঠ আমাদের মত বিস্মিত বালকদের।
এবার আমরা লিখতে পারি.........
মেঘবালক
জলপুত্র
ছায়াপুত্র
আলোপুত্র
হ্যানবালক
ত্যানবালক

অত:পর জীবন মধুময়.....
১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৩
তারার হাসি বলেছেন: আমার কাছে অসাধারণ মনে হয়েছে এর জন্যই লিখেছি ভয়ঙ্কর সুন্দর।

"সেই নির্বাক নিরেট মানুষটা,যার হাতে
মেঘ ধরার জন্য ঠাস বুনোটের জাল।"

অসাধারণ !!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
লেখক বলেছেন: কিছু মনে করবেন না।পোস্টের অনেক পরে ছবি এ্যাড করার পর থেকে
কাবতা উহ্য হয়ে ছবি ফ্রন্টলাইনে এসে গেছে ! তাই 'সুন্দর' উপমা ছবিতে না কবিতায় ঠাওর হচ্ছিল না।

ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৯
লেখক বলেছেন: কেমন ভাল, তা তো দেখতেই পাচ্ছেন ! রাত(ভোর) ৫ টায়ও জেগে বসে আছি। ইনসমনিয়া ! শুভ কামনা রইল।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১০
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৬
লেখক বলেছেন: সেই ভাল।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
লেখক বলেছেন: কবিতা লেখার অপচেষ্টা আর কি...................
১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
নুশেরা বলেছেন: দুর্দান্ত সুন্দর! পুরোটাই তো কোট করতে হবে প্রশংসা করতে হলে।
(একমাত্র অনুযোগজাত অনুরোধ: ছবিটা বিদেয় করুন প্লীজ)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১
লেখক বলেছেন: হা হা হা ...ছবিটা স্রেফ ফান। রুবেল রিকোয়েষ্ট করল ব্যাস দিয়ে দিলাম।এখন বোনটি অনুযোগজাত অনুরোধ করেছে...বিদেয় করলাম।
১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০০
আহমেদ হেলাল ছোটন বলেছেন: (একমাত্র অনুযোগজাত অনুরোধ: ছবিটা বিদেয় করুন প্লীজ)- একমত । ছবিটাকে মনে হচ্ছে কোনো পাইরেট বই এর প্রচ্ছদ।

কবিতা খুব ভাল লাগল। মনে পড়ল জয় গোস্বামীর ‌‌ 'মেঘবালিকার জন্য রূপকথা' কবিতার কথা
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪২
লেখক বলেছেন: আমিও একমত।পরের বার দেখবেন ছবি হাওয়া.....
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮
লেখক বলেছেন:
আমারও বেশ পছন্দের এটা। কোন এক দোটানায় লিখে ফেলেছিলাম, কিন্তু পরে দেখলাম যাকে লিখেছি তিনি যথার্থই মেঘবালিকা!

কোন মন্তব্য নেই: