হায় কুড়িগ্রাম ! মঙ্গাপিড়ীত কুড়িগ্রাম !
প্রতি বছর এই সময়ে কুড়িগ্রামের দরিদ্র মানুষের ঘরে খাবার থাকেনা। অনাহারে মরাটা ওদের নিত্যসঙ্গী।দৈনিক সমকালে আজ মঙ্গা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। হবে আরো কিছু কাগজে।কিছু মানুষ হা-হুতাশ করবে,কিছু মানুষ আফসোস করবে,তার পর সব ঠিক আগেরই মত চলতে থাকবে,যেমন চলছে ঢাকা মহানগরী।
গত পাঁচবছর ধরে এ নিয়ে লিখে চলেছি।জোটসরকারের সইফুর মন্ত্রীকে বিশ্বাস করানো যায়নি।ফখরুদ্দীন সাহেব গতবছর মঙ্গাপিড়ীত অঞ্চল সফর করে বলে দিলেন-আর মঙ্গা থাকবেনা।তার পরও প্রতিবছর কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ মরছেই।অনাহারে মরা ভাল,না গুলি খেয়ে মরা ভাল ? প্রশ্নটা তুলে রাখলাম।
শাহী ইফতার,রাজনৈতিক দলগুলোর ইফতারপার্টি,দূতাবাসের গেটটুগেদার,রাষ্ট্রীয় ভোজসভা,বেশুমার খানাপিনার মচ্ছব আর এই জনপদে মানুষের খাদ্যনিয়ে এক্সপেরিমেন্ট ! চার বছর আগের সোহাগিবালা,সুরুজ,আম্বিয়া আর এবার যারা মরবে তাদের মৃতআত্মারা একটাই ইচ্ছা পোষণ করতে পারে....সবকিছুর ওপর পেচ্ছাপ করে দেয়া......................
প্রতি বছর এই সময়ে কুড়িগ্রামের দরিদ্র মানুষের ঘরে খাবার থাকেনা। অনাহারে মরাটা ওদের নিত্যসঙ্গী।দৈনিক সমকালে আজ মঙ্গা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। হবে আরো কিছু কাগজে।কিছু মানুষ হা-হুতাশ করবে,কিছু মানুষ আফসোস করবে,তার পর সব ঠিক আগেরই মত চলতে থাকবে,যেমন চলছে ঢাকা মহানগরী।
গত পাঁচবছর ধরে এ নিয়ে লিখে চলেছি।জোটসরকারের সইফুর মন্ত্রীকে বিশ্বাস করানো যায়নি।ফখরুদ্দীন সাহেব গতবছর মঙ্গাপিড়ীত অঞ্চল সফর করে বলে দিলেন-আর মঙ্গা থাকবেনা।তার পরও প্রতিবছর কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ মরছেই।অনাহারে মরা ভাল,না গুলি খেয়ে মরা ভাল ? প্রশ্নটা তুলে রাখলাম।
শাহী ইফতার,রাজনৈতিক দলগুলোর ইফতারপার্টি,দূতাবাসের গেটটুগেদার,রাষ্ট্রীয় ভোজসভা,বেশুমার খানাপিনার মচ্ছব আর এই জনপদে মানুষের খাদ্যনিয়ে এক্সপেরিমেন্ট ! চার বছর আগের সোহাগিবালা,সুরুজ,আম্বিয়া আর এবার যারা মরবে তাদের মৃতআত্মারা একটাই ইচ্ছা পোষণ করতে পারে....সবকিছুর ওপর পেচ্ছাপ করে দেয়া......................
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মঙ্গা, মঙ্গা ;
প্রকাশ করা হয়েছে: সমসাময়ীক রাজনীতি বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:১১
প্রকাশ করা হয়েছে: সমসাময়ীক রাজনীতি বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:১১
১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২
হাসান বিপুল বলেছেন: ভোকার মঞ্জু ভাই না কি?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৫
লেখক বলেছেন: হয় !
২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩২
একরামুল হক শামীম বলেছেন:
কিছু মানুষ হা-হুতাশ করবে,কিছু মানুষ আফসোস করবে,তার পর সব ঠিক আগেরই মত চলতে থাকবে,যেমন চলছে ঢাকা মহানগরী।
চরম সত্য।
কিছু মানুষ হা-হুতাশ করবে,কিছু মানুষ আফসোস করবে,তার পর সব ঠিক আগেরই মত চলতে থাকবে,যেমন চলছে ঢাকা মহানগরী।
চরম সত্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৭
লেখক বলেছেন: ধন্যবাদ দিতে পারছিনা শামীম। মন খারাপ। সব কেমন মেকি মেকি মনে হচ্ছে।তিলে তিলে এই মানুষগুলো প্রতি বছরই মরে ! আমি একইভাবে লিখি ! তাতে কি হয় ? বাল !!
৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৫
হাসান বিপুল বলেছেন: আপনার ০২২৩৪১ নাম্বারটা কি এখনো আছে?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫২
লেখক বলেছেন: হ, বহাল তবিয়তেই আছে । তোমারা সাতরাস্তার মোড় টু নাবিস্কো এর মধ্যবর্তী বাসায় এখনো ?
৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
ফারহান দাউদ বলেছেন: ঈদের মার্কেটে ২ দিন ঘুরেন,দেখবেন বাকি দুনিয়াতে আগুন ধরায়া দিতে ইচ্ছা করবে।
৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৮
রকবাজ বলেছেন: ফারহান দাউদ বলেছেন: ঈদের মার্কেটে ২ দিন ঘুরেন,দেখবেন বাকি দুনিয়াতে আগুন ধরায়া দিতে ইচ্ছা করবে।
তবে দুই দিনের বেশি ঘুরলে অতি রাগে রাগ পানি হয়ে যাবার সম্ভাবনা আছে।
তবে দুই দিনের বেশি ঘুরলে অতি রাগে রাগ পানি হয়ে যাবার সম্ভাবনা আছে।
৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৩
নুশেরা বলেছেন: কী নির্লজ্জ আমাদের সুখের বেসাতি...