১২ ফেব, ২০১১

‘উগলা আগুন না তোলেন বা; হামরা মরি গেছি।’ ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২


হায় কুড়িগ্রাম ! মঙ্গাপিড়ীত কুড়িগ্রাম !
প্রতি বছর এই সময়ে কুড়িগ্রামের দরিদ্র মানুষের ঘরে খাবার থাকেনা। অনাহারে মরাটা ওদের নিত্যসঙ্গী।দৈনিক সমকালে আজ মঙ্গা নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। হবে আরো কিছু কাগজে।কিছু মানুষ হা-হুতাশ করবে,কিছু মানুষ আফসোস করবে,তার পর সব ঠিক আগেরই মত চলতে থাকবে,যেমন চলছে ঢাকা মহানগরী।

গত পাঁচবছর ধরে এ নিয়ে লিখে চলেছি।জোটসরকারের সইফুর মন্ত্রীকে বিশ্বাস করানো যায়নি।ফখরুদ্দীন সাহেব গতবছর মঙ্গাপিড়ীত অঞ্চল সফর করে বলে দিলেন-আর মঙ্গা থাকবেনা।তার পরও প্রতিবছর কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ মরছেই।অনাহারে মরা ভাল,না গুলি খেয়ে মরা ভাল ? প্রশ্নটা তুলে রাখলাম।

শাহী ইফতার,রাজনৈতিক দলগুলোর ইফতারপার্টি,দূতাবাসের গেটটুগেদার,রাষ্ট্রীয় ভোজসভা,বেশুমার খানাপিনার মচ্ছব আর এই জনপদে মানুষের খাদ্যনিয়ে এক্সপেরিমেন্ট ! চার বছর আগের সোহাগিবালা,সুরুজ,আম্বিয়া আর এবার যারা মরবে তাদের মৃতআত্মারা একটাই ইচ্ছা পোষণ করতে পারে....সবকিছুর ওপর পেচ্ছাপ করে দেয়া......................

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মঙ্গামঙ্গা ;
প্রকাশ করা হয়েছে: সমসাময়ীক রাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:১১


  • ৯ টি মন্তব্য
  • ১৮৪ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৫
লেখক বলেছেন: হয় !
২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩২
একরামুল হক শামীম বলেছেন:
কিছু মানুষ হা-হুতাশ করবে,কিছু মানুষ আফসোস করবে,তার পর সব ঠিক আগেরই মত চলতে থাকবে,যেমন চলছে ঢাকা মহানগরী।

চরম সত্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৭
লেখক বলেছেন: ধন্যবাদ দিতে পারছিনা শামীম। মন খারাপ। সব কেমন মেকি মেকি মনে হচ্ছে।তিলে তিলে এই মানুষগুলো প্রতি বছরই মরে ! আমি একইভাবে লিখি ! তাতে কি হয় ? বাল !!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫২
লেখক বলেছেন: হ, বহাল তবিয়তেই আছে । তোমারা সাতরাস্তার মোড় টু নাবিস্কো এর মধ্যবর্তী বাসায় এখনো ?
৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৪
৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৮
রকবাজ বলেছেন: ফারহান দাউদ বলেছেন: ঈদের মার্কেটে ২ দিন ঘুরেন,দেখবেন বাকি দুনিয়াতে আগুন ধরায়া দিতে ইচ্ছা করবে।


তবে দুই দিনের বেশি ঘুরলে অতি রাগে রাগ পানি হয়ে যাবার সম্ভাবনা আছে।

কোন মন্তব্য নেই: