১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মদিন আজ। ১৯২৫ সালের ১৮ অক্টোবর ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান নেত্রী।তেভাগা আন্দোলন চলাকালিন 'নাচোলের রানী ' নামেই বহুল পরিচিতি লাভ করেন। এই মহান নেত্রী আন্দোলনরত অবস্থায় পাকিস্তান পুলিশের হাত ধরা পড়ার পর তাকে যে পাশবিক কায়দায় টর্চার করা হয় আজও তা সংগ্রামরত মানুষকে ব্যাথিত করে মূঢ় করে। তাকে তেভাগা আন্দোলন করার 'অপরাধে' পাকিস্তান পুলিশ তার যৌনাঙ্গে গরম ডিম প্রবিষ্ট করিয়ে যে ঘৃণ্য পাশবিকতার চিহ্ন রেখে গেছে,তা আজও দুই বাংলার নারীকে,মানুষকে কাঁদায়।
সময়াভাবে বিস্তারিত জানাতে না পারায় ক্ষমা প্রার্থী। ছবিও জোগাড় করা গেল না।
সময়াভাবে বিস্তারিত জানাতে না পারায় ক্ষমা প্রার্থী। ছবিও জোগাড় করা গেল না।
প্রকাশ করা হয়েছে: স্মৃতিকথা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৩৮
১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪০
দরদী নজরুল বলেছেন: +
২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: +++++
৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৪
মনজুরুল হক বলেছেন: যদি কারো কাছে ইলা মিত্রের ছবি থাকে, দয়া করে এ্যাড করুন।
৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭
৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭
৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৮
রিজওয়ানুল ইসলাম রুদ্র বলেছেন: ইলা মিত্রের সংগ্রাম বাংলাদেশের নারীদের (পুরুষদেরও) যেন প্রেরণা যোগায় আজীবন-এই শুভকামনা রইলো।++++++
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
লেখক বলেছেন: ধন্যবাদ।
৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০
৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০
চাঙ্কু বলেছেন: ইলা মিত্রকে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি ।
৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫২
মনজুরুল হক বলেছেন: আমরা যে তেভাগা আন্দোলন নিয়ে গর্ব করি, যে তেভাগা নাটোর,নওগাঁ,নাচোল,রাজশাহী, নড়াইল,রংপুর দিনাজপুর,কোচ বিহার,শিলিগুড়ি অঞ্চলকে কাঁপিয়েছিল,যে আন্দোলনের প্রবাদ পুরুষ হিসেবে খ্যাতিমান হয়েছিলেন হাজী মোহাম্মদ দানেশ, গুরুদাস তালুকদার, অমল সেন,জীবন মুখার্জী, জ্যোতি বসু....সেই আন্দোলনের
একজন প্রাতঃস্মরণীয় নেত্রী ছিলেন ইলা মিত্র। কি কষ্টের কথা,এই নেত্রীকে নিয়ে আজ দুএকটি সংবাদপত্র দায়সারা গোছের খবর দেয়া ছাড়া আমরা "মহান দেশ প্রেমিক" রা কিছুই করতে পারলাম না!!
একজন প্রাতঃস্মরণীয় নেত্রী ছিলেন ইলা মিত্র। কি কষ্টের কথা,এই নেত্রীকে নিয়ে আজ দুএকটি সংবাদপত্র দায়সারা গোছের খবর দেয়া ছাড়া আমরা "মহান দেশ প্রেমিক" রা কিছুই করতে পারলাম না!!
১০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫
১১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫
বিগব্যাং বলেছেন: লাল সালাম...
১২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫
মনজুরুল হক বলেছেন: যারা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মন্তব্য করেছেন, ছবি দিয়ে সম্পূর্ণ করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন।
১৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১১
মনজুরুল হক বলেছেন: ইলা মিত্রের স্বামী বরেন্দ্রনাথ মিত্র'র শত চাপাচাপি আর অনুরোধের পরও দেশ বিভাগ হলেও ইলা মিত্র কোলকাতা যান নি। নাচোলের সাঁওতালরা তাকে মা ডাকতো। সেই মা-কে তারা কিছুতেই যেতে দেয়নি। সাঁওতাল 'সন্তানদের' সঙ্গে থেকেই লড়াই করেছেন।
গত কয়েক বছর আগে কারা যেন তাকে বাংলাদেশে এনেছিলেন।তবে রাষ্ট্রীয় ভাবে কোন খেতাব কিংবা স্বীকৃতি কিছুই বাংলাদেশ দিতে পারে নি!!
গত কয়েক বছর আগে কারা যেন তাকে বাংলাদেশে এনেছিলেন।তবে রাষ্ট্রীয় ভাবে কোন খেতাব কিংবা স্বীকৃতি কিছুই বাংলাদেশ দিতে পারে নি!!
১৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৪
১৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৯
হমপগ্র বলেছেন: ইলা দির প্রতি আমাদের সম্মান প্রদর্শন দেখে কষ্ট পায়!
আমরা কোন দুনিয়ার লোক, কোন গ্রহই বা?
আমরা কোন দুনিয়ার লোক, কোন গ্রহই বা?
১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৬
লেখক বলেছেন: আমরা সামন্ত আর পুজিবাদের খিঁচুড়ি ভক্ষণকারী জাতি।গ্রহের নাম ভিনগ্রহ!
১৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২০
হমপগ্র বলেছেন: পায়=পাই*
১৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২০
শয়তান বলেছেন: যে কোন একটা ফটুক মুল পোস্টে দিলে ভাল হইতো ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১২
লেখক বলেছেন: ফটো দিতেও দেরি হয়ে গেল!
১৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২১
মনজুরুল হক বলেছেন: আমার অপারগতা।সারা দিন নেট বিকল ছিল।ব্যাকাপ জিপি ও কাজ করেনি।রাত সোয়া ন'টায় নেট ঠিক হওয়ার পর তাড়াহুড়া করে পোস্ট দেওয়ায় ইলা মিত্র সম্পর্কে তেমন কিছুই লেখা হলো না।
যারা শ্রদ্ধ্যা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।
যারা শ্রদ্ধ্যা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।
১৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৩
হাসিব মাহমুদ বলেছেন: পোড়া দেশে এইটাই নিয়তি ।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৪
লেখক বলেছেন: আর কত কাল ?
২০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
মনজুরুল হক বলেছেন: আমরা সেই ক্রান্তিকালের মানুষ যারা আত্মবলিদানকারী দের 'সংখ্যা' নিয়ে সন্দেহ করি...তামাশা করি..... সেই দেশে শ্রদ্ধা জানাবার কায়দা এর চে ভাল আর কি হতে পারে !!
২১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯
লেখক বলেছেন: ধন্যবাদ দূরন্ত। আপনার পোস্ট আপডেট করেছেন?
২২. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০০
লেখক বলেছেন: উইকিতে তখন ট্রাই করেছিলাম। শুধুই ইরর আসছিল।ধন্যবাদ।ওই লিস্টের প্রায় সব বই গুলোই আমার আছে। সময় ছিল না বলে কিছুই লিখতে পারি নি।
২৩. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৭
রনি রাজশাহী বলেছেন: ইলা মিত্রের জন্মদিনে ওনার প্রতি গভীর শ্রদ্ধা রইলো।
১৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৩
লেখক বলেছেন: খুঁজে বের করে পড়া এবং শ্রদ্ধা জানানোর জন্য আপনাকে অভিনন্দন।