০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:৪০
-----------------------------------------------------------
ঝাঁ চকচকে জাঁক জেল্লা জবড়জং শহরে
সর্পিল একে বেঁকে হাঁস হয়ে চলা পিংক ক্যাডিলাক
ফুলেল মৌতাতে ভরা আগাম বসন্তমাখা
আদুরে ঠোঁটে গাঢ় করে মাখা আভিজাত্যের রং .....
এসবের পাশে সময়ের ফেরে হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
হাতে তার পাংশুটে যৌবন
বহু ব্যবহারে ক্ষয়ে যাওয়া মলিন ঠোঁট,
বৈরি সময়ের আঁচড়ে ক্ষত বিক্ষত শরীর
তবুও বিকিকিনির হাটে আজও ভরসা দেয়,
কালান্তরের খিদে হয়ত মিটবে কেউ ডাক দিলে......
সামান্য এই আশাটুকু নিয়ে হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
চোট পাওয়া কুকুর,ডানাভাঙ্গা কাক
ফেলে দেওয়া বেড়াল ছানা,আধ খাওয়া সিগারেট
মৃত ইঁদুরের কদাকার নাড়িভুঁড়ি
উধাও গ্রামের কুপিবাতি,শহুরে নিয়ন,
তাকে কুরে কুরে খাওয়া মানুষের দল,বেহদ্দ সময়ে
তবুও হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
কবেকার শৈশব,বাড়ন্ত বালিকাবেলা
হারানো পুতুল খেলা,লাল পেড়ে খাট শাড়ির
বুনো বুনো গন্ধ,আলতা রাঙানো পায়ে
নুপূরের ছন্দ,ফেলে আসা হাড়িকুড়ি,
ভাঙ্গা চুড়ি,বাঁশের কুলপিতে জমানো পয়সা
সব তুলে রাখা বেজন্মা সময়ের সিন্দুকে....
সে সব পেছনে ফেলে কামার্ত পুরুষের সাথে
হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
শীর্ণ শরীরে উন্মত্ত আঁচড়,জন্মান্তরের ভালবাসা
কষা বেয়ে রক্তনালি,দিগন্তজোড়া বজ্রপাত, আদিম টর্ণেডো।
গলা বেয়ে রক্ত নামা আর ভাত নামার মধ্যিখানে
কি আছে কেউ জানে না।জানে শুধু মেয়েটি,
সেই কালো মেয়েটি,কাল যার খদ্দের জোটেনি,
হাড়ি চড়েনি,পাখি ডাকেনি,রোদ ওঠেনি,হাওয়া আসেনি.....
আজ তাই সয়ে চলেছে সভ্যতার আদর, নাগরিক ভালবাসা!
দুধসাদা নিয়ন আলোয় সেই কালো মেয়েটি।
ওই যে লৌহ তোরণের পেছনে,দেয়াল ঘেসে দাঁড়ানো
দুপাশে যে বদ্ধ দালান,ওই যে সোজা তার কাছে হেঁটে যাওয়া পথ।
ওখানে ঠাঁয় দাঁড়ানো সেই মেয়েটি।কত হবে বয়স ?
পনের? কিংবা ষোল ? যখন পাঁচ কি ছয়, একদিন
কোন এক রাজপুত্তুর কাগজ-পেন্সিল হাতে দিয়েছিল,
আশ্চর্য্য এক ছবি এঁকেছিল,জগতের ভয়ংকরতম সুন্দর সে ছবি,
দুধসাদা নিয়ন আলোয় সেই কালো মেয়েটি
এঁকেছিল একটি ঘরের ছবি,যা তার নাই,ছিল না কোনও কালে.....
সর্পিল একে বেঁকে হাঁস হয়ে চলা পিংক ক্যাডিলাক
ফুলেল মৌতাতে ভরা আগাম বসন্তমাখা
আদুরে ঠোঁটে গাঢ় করে মাখা আভিজাত্যের রং .....
এসবের পাশে সময়ের ফেরে হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
হাতে তার পাংশুটে যৌবন
বহু ব্যবহারে ক্ষয়ে যাওয়া মলিন ঠোঁট,
বৈরি সময়ের আঁচড়ে ক্ষত বিক্ষত শরীর
তবুও বিকিকিনির হাটে আজও ভরসা দেয়,
কালান্তরের খিদে হয়ত মিটবে কেউ ডাক দিলে......
সামান্য এই আশাটুকু নিয়ে হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
চোট পাওয়া কুকুর,ডানাভাঙ্গা কাক
ফেলে দেওয়া বেড়াল ছানা,আধ খাওয়া সিগারেট
মৃত ইঁদুরের কদাকার নাড়িভুঁড়ি
উধাও গ্রামের কুপিবাতি,শহুরে নিয়ন,
তাকে কুরে কুরে খাওয়া মানুষের দল,বেহদ্দ সময়ে
তবুও হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
কবেকার শৈশব,বাড়ন্ত বালিকাবেলা
হারানো পুতুল খেলা,লাল পেড়ে খাট শাড়ির
বুনো বুনো গন্ধ,আলতা রাঙানো পায়ে
নুপূরের ছন্দ,ফেলে আসা হাড়িকুড়ি,
ভাঙ্গা চুড়ি,বাঁশের কুলপিতে জমানো পয়সা
সব তুলে রাখা বেজন্মা সময়ের সিন্দুকে....
সে সব পেছনে ফেলে কামার্ত পুরুষের সাথে
হেঁটে চলেছে সেই কালো মেয়েটি।
শীর্ণ শরীরে উন্মত্ত আঁচড়,জন্মান্তরের ভালবাসা
কষা বেয়ে রক্তনালি,দিগন্তজোড়া বজ্রপাত, আদিম টর্ণেডো।
গলা বেয়ে রক্ত নামা আর ভাত নামার মধ্যিখানে
কি আছে কেউ জানে না।জানে শুধু মেয়েটি,
সেই কালো মেয়েটি,কাল যার খদ্দের জোটেনি,
হাড়ি চড়েনি,পাখি ডাকেনি,রোদ ওঠেনি,হাওয়া আসেনি.....
আজ তাই সয়ে চলেছে সভ্যতার আদর, নাগরিক ভালবাসা!
দুধসাদা নিয়ন আলোয় সেই কালো মেয়েটি।
ওই যে লৌহ তোরণের পেছনে,দেয়াল ঘেসে দাঁড়ানো
দুপাশে যে বদ্ধ দালান,ওই যে সোজা তার কাছে হেঁটে যাওয়া পথ।
ওখানে ঠাঁয় দাঁড়ানো সেই মেয়েটি।কত হবে বয়স ?
পনের? কিংবা ষোল ? যখন পাঁচ কি ছয়, একদিন
কোন এক রাজপুত্তুর কাগজ-পেন্সিল হাতে দিয়েছিল,
আশ্চর্য্য এক ছবি এঁকেছিল,জগতের ভয়ংকরতম সুন্দর সে ছবি,
দুধসাদা নিয়ন আলোয় সেই কালো মেয়েটি
এঁকেছিল একটি ঘরের ছবি,যা তার নাই,ছিল না কোনও কালে.....
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কালো মেয়েটি। ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:২৪
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:২৪
১. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:১১
জাতিশ্বর বলেছেন: মেয়েটা কি পতিতা ? কবিতার জন্য ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:২৩
লেখক বলেছেন: না।যৌনকর্মি। আগেকার রাজা বাদশারা ঘৃণ্য অর্থে এই পতিতা শব্দটা ব্যবহার করত।আমরা বলব..যৌনকর্মি।কেননা তারা সলিড লেবার সেল করে।
২. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:১৫
তারার হাসি বলেছেন: এঁকেছিল একটি ঘরের ছবি,যা তার নাই,ছিল না কোনও কালে...
ছিল না আর হবেও না ......... নিজেকে নিজেই খুন করে চলছে প্রতিনিয়ত...
ছিল না আর হবেও না ......... নিজেকে নিজেই খুন করে চলছে প্রতিনিয়ত...
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:২৬
লেখক বলেছেন: বেজন্মা সময়ে আত্মহননই এখন পর্যন্ত কাচাকাছি উপায়।অনাগত দিনে হয়ত তারা প্রতিশোধের অধিকারী হবে...............
৪. ০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৫:২০
নিহন বলেছেন: ঈদ এলোরে ......
আমার আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।
.............ঈদ মোবারক ..........
আমার আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।
.............ঈদ মোবারক ..........
০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৪
লেখক বলেছেন: ঠিকাসে।শুভেচ্ছা।
০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
লেখক বলেছেন: তথাস্থ।আজ্ঞা হয়েছে যখন..
৬. ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪০
নিপাতনে সিদ্ধ বলেছেন: আমিও পতিতার বদলে যৌনকর্মী বলার পক্ষপাতী। অভাবে অথবা কুচক্রে পড়ে কোনো মেয়ে যদি দেহ ব্যাবসায় নামে তবে তারা হয় সমাজের চোখে পতিতা। আর যেসব শয়তান পুরুষরা তাদের যৌন লালসা তৃপ্ত করতে সেই মেয়েটাকে ব্যাবহার করে তারা তো দিব্যি সমাজের চোখে গঙ্গাজলে ধোয়া তুলসীপাতা !!!!
০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
লেখক বলেছেন: আপনার চিন্তার প্রতি শ্রদ্ধা।
৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪
নুশেরা বলেছেন: যৌনকর্মী শব্দটাতেও স্বস্তি পাই না, মনজুরুল ভাই। লেবার সেল করার বিষয়টা মাথায় রেখেই বলছি। যতদূর জানি, শ্রমের বেচাকেনার তাত্ত্বিক সংজ্ঞায় বাজারচলতি মজুরিতে "স্বেচ্ছাকৃত" শ্রমের যোগানের ধারণা সম্পৃক্ত। এই হতভাগীরা কী তাদের শ্রমের এই যোগানটা স্বেচ্ছায় দেয়!?! আর কোন বিকল্প টার্ম হতে পারেনা, যাতে তাদের অনিচ্ছা আর শোষণ-- দুটো বাস্তবতাই ফুটে উঠবে? আপনি তো পড়েন, পড়েছেন অনেক। আপনার ভাবনাও কিছু জানান আমাদের।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
লেখক বলেছেন: অনেক ভেবেছি। কোন ঠিকানায় পৌঁছুতে পারিনি।এদের নিয়ে আমি প্রথম পড়ি রিজিয়া রহমানের "রক্তের আখরে",প্রকাশ হয়েছিল সম্ভবত
আশির দশকের প্রথমেই।অসাধারণ উপন্যাস।বছর চারেক আগে রিজিয়া রহমানের সঙ্গে দেখাও করেছিলাম,ছোটবেলাকার ভাললাগা জানাতে।তিন-চার ঘন্টা এ নিয়ে আলোচনাও হয়েছিল। আমরা ঠিক করতে পারিনি। শেষ পর্যন্ত ভোরের কাগজের কয়েকজন মিলে (টানবাজার পতিতাপল্লী ভেঙ্গে দেওয়ার সময় মুন্নি সাহার ধারাবাহিক রির্পোটিং ছাপানোর সময়) সাব্যস্ত করলাম 'যৌন কর্মি'। এর পর অন্য কাগজও এটা ফলো করেছে।
আমি ভাবছি।একটা সন্মানজনক নাম পাব হয়ত।
আশির দশকের প্রথমেই।অসাধারণ উপন্যাস।বছর চারেক আগে রিজিয়া রহমানের সঙ্গে দেখাও করেছিলাম,ছোটবেলাকার ভাললাগা জানাতে।তিন-চার ঘন্টা এ নিয়ে আলোচনাও হয়েছিল। আমরা ঠিক করতে পারিনি। শেষ পর্যন্ত ভোরের কাগজের কয়েকজন মিলে (টানবাজার পতিতাপল্লী ভেঙ্গে দেওয়ার সময় মুন্নি সাহার ধারাবাহিক রির্পোটিং ছাপানোর সময়) সাব্যস্ত করলাম 'যৌন কর্মি'। এর পর অন্য কাগজও এটা ফলো করেছে।
আমি ভাবছি।একটা সন্মানজনক নাম পাব হয়ত।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮
লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল। নুশেরার কমেন্টে উত্তর দিয়েছি।আপনাদের গভীরে যাওয়া দেখে ভাল লাগল।
৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১
রাতমজুর বলেছেন: এরকম একটা মেয়েকে দেখে একবার লিখছিলাম একটা। আসলে ওদের জীবনটা নিয়ে ধাঁধায় পড়ে যাই ভাবতে বসলে।
কেন যেন মনে হয়, ওরা আমাদের এই সুশীল সমাজের ভেতরকার অনেক মুখোশের একটা।
কেন যেন মনে হয়, ওরা আমাদের এই সুশীল সমাজের ভেতরকার অনেক মুখোশের একটা।
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৫
লেখক বলেছেন: দশ কথার এক কথা।
১০. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। মুগ্ধতা নিয়ে পড়লাম। মনের কোণে একটা কষ্ট অনুভব করলাম। মানুষে মানুষে বিভেদ ও তফাৎটা প্রকট হয়ে দেখা দিল। আর্থিক নাব্যতার টানাপোড়েন মানুষকে দুই পাড়ে বিভক্ত করে দেয়।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭
লেখক বলেছেন: হুম। ঠিক তাই।
১১. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩
একজন ব্লগার বলেছেন:
চমৎকার কবিতা। ++++
নিয়নআলোর মেয়েরা সমাজের উচ্চ আর নিম্ন শ্রেনীর ভোগ্যপন্য হয়। মধ্যবিত্তরা শুধু এদের নিয়ে মুখরোচক গল্প কবিতা লেখে। এভাবেই তারা ব্যবহৃত হয়ে যাবে কালে কালে।
আপনার শিরোনামটার সাথে আমার একটা লেখার মিল খুজেঁ পেলাম।
Click This Link
প্রমোদবালা শব্দটা কেমন মনে হয়?@নুশেরাপু।
চমৎকার কবিতা। ++++
নিয়নআলোর মেয়েরা সমাজের উচ্চ আর নিম্ন শ্রেনীর ভোগ্যপন্য হয়। মধ্যবিত্তরা শুধু এদের নিয়ে মুখরোচক গল্প কবিতা লেখে। এভাবেই তারা ব্যবহৃত হয়ে যাবে কালে কালে।
আপনার শিরোনামটার সাথে আমার একটা লেখার মিল খুজেঁ পেলাম।
Click This Link
প্রমোদবালা শব্দটা কেমন মনে হয়?@নুশেরাপু।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১
লেখক বলেছেন: মধ্যবিত্তরা বি ভোগ করে না ? মধ্যবিত্ত কি নিরিমিষি সণ্ণ্যাসী ?
আপনার লেখাটা ভাল।
প্রমোদবালা আরও খারাপ শব্দ।অবশ্য এর ইংরেজিটা চলে..ইন্টারটেইনার ।
আপনার লেখাটা ভাল।
প্রমোদবালা আরও খারাপ শব্দ।অবশ্য এর ইংরেজিটা চলে..ইন্টারটেইনার ।
১২. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
লেখক বলেছেন: ধন্যবাদ।
১৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০২
একজন ব্লগার বলেছেন: সমাজের তিন শ্রেনীর মধ্যে এই শ্রেনীটাই সবচে কম করে। সেটাই বোঝাতে চেয়েছিলাম।
অনেক ধন্যবাদ।
পতিতা বা যৌনকর্মীর চে প্রমোদবালা অনেক ভালো এক্টা শব্দ। এটা নিশ্চয়ই স্বীকার করেন?
অনেক ধন্যবাদ।
পতিতা বা যৌনকর্মীর চে প্রমোদবালা অনেক ভালো এক্টা শব্দ। এটা নিশ্চয়ই স্বীকার করেন?
০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
লেখক বলেছেন: হ করি।
১৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৬
লেখক বলেছেন: নুশেরা,
আসলে এর কোনটাই ঠিক নয়।অন্য ভাবে ভাবতে হবে।
আসলে এর কোনটাই ঠিক নয়।অন্য ভাবে ভাবতে হবে।
১৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: এত সুন্দর করে লিখতে পারা............
অসাধারন.............শিরোনামটা টানলো।কষ্টলাগা ছড়িয়ে গেলো......
লেখাতে বাস্তব এভাবে লেখা সত্যিই ভালো হয়েছে........
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
অসাধারন.............শিরোনামটা টানলো।কষ্টলাগা ছড়িয়ে গেলো......
লেখাতে বাস্তব এভাবে লেখা সত্যিই ভালো হয়েছে........
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮
লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন।
এই নিয়েই তো আমরা কাটিয়ে দিচ্ছি নিরুপদ্রপ সময় গুলো .....ভাল থাকছি আমাদের মত করে.......
এই নিয়েই তো আমরা কাটিয়ে দিচ্ছি নিরুপদ্রপ সময় গুলো .....ভাল থাকছি আমাদের মত করে.......