১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯
ও ভাই শুনছেন...কেউ কি শুনছেন,ভাই...
রাত্রি দ্বিপ্রহরে আচমকা ঘুম ভেঙ্গে যায় !
কে ডাকে,কেন ডাকে,কি শোনাতে চায় ?
আয়েশি শরীর স্নায়ূকে শান্ত করে,শামুকের
মত গুটিয়ে যায় ক্ষণিকের উৎসুক্য।গভীর ঘুম।
অনির্বান পুড়ে চলে....কেউ কি শুনছেন........
ক্লান্ত কিশোরী গরাদে ঠেকিয়ে মাথা
অব্যক্ত বলে যায়...কেউ কি আছেন...
তালাটা খুলে দেন না...ও ভাই শুনছেন...
অক্টোপাসের মত ঘিরে ধরা গ্রিল,শুকনো
মরিচা পড়া লোহা বেঁধে রাখে মুক্তি,
চেপে আসে ইঁটের দেয়াল ঠিক বুক
বরাবর।মট মট করে ভেঙ্গে পড়ে পাঁজড়
কলকব্জা আর সোনালী কৈশোর..........
হাসফাস করা চাপা স্বরে কে যেন বলে চলে
ও ভাই শুনছেন...কেউ কি শুনছেন ভাই....
শোয়ানো মাংশপিন্ড তখনো নড়ছে মৃদু,
কাল ও তার আয়ূ ছিল আকাশ দেখার মত,
আজ নিথর পিচ ঢালা পথে পিচ হয়ে গলছে
হাজার পায়ের ফাঁকে এক চিলতে মুখ
ড়ুকরে ড়ুকরে বলে...ও ভাই শুনছেন......
কাক কেঁচো মাছি আর মানুষ এক নীলাকাশে
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
অনড় অশতিপর কালের স্বাক্ষী তোবড়ানো গাল
জেগে ওঠা শিরা তার শেষ শক্তি দিয়ে ফেরাতে চায়,
যারা হেঁটে হেঁটে চলে যায়....চোখ মুদে,মুখ গুঁজে
চলে যায়....তোবড়ানো গাল শেষ বার বলে যায়....
ও ভাই শুনছেন......কেউ কি শুনছেন ভাই..........
ঐকান্তিক প্রচেষ্টায় বধির আমি,প্রচন্ড ইচ্ছায়
বোবা আমরা না শোনার ভানে হেঁটে যাই......
পেছনে সময় বলে চলে...ও ভাই শুনছেন....
কেউ কি শুনছেন ভাই......
কান পাতুন- কান পাতুন- কান পাতুন.............
রাত্রি দ্বিপ্রহরে আচমকা ঘুম ভেঙ্গে যায় !
কে ডাকে,কেন ডাকে,কি শোনাতে চায় ?
আয়েশি শরীর স্নায়ূকে শান্ত করে,শামুকের
মত গুটিয়ে যায় ক্ষণিকের উৎসুক্য।গভীর ঘুম।
অনির্বান পুড়ে চলে....কেউ কি শুনছেন........
ক্লান্ত কিশোরী গরাদে ঠেকিয়ে মাথা
অব্যক্ত বলে যায়...কেউ কি আছেন...
তালাটা খুলে দেন না...ও ভাই শুনছেন...
অক্টোপাসের মত ঘিরে ধরা গ্রিল,শুকনো
মরিচা পড়া লোহা বেঁধে রাখে মুক্তি,
চেপে আসে ইঁটের দেয়াল ঠিক বুক
বরাবর।মট মট করে ভেঙ্গে পড়ে পাঁজড়
কলকব্জা আর সোনালী কৈশোর..........
হাসফাস করা চাপা স্বরে কে যেন বলে চলে
ও ভাই শুনছেন...কেউ কি শুনছেন ভাই....
শোয়ানো মাংশপিন্ড তখনো নড়ছে মৃদু,
কাল ও তার আয়ূ ছিল আকাশ দেখার মত,
আজ নিথর পিচ ঢালা পথে পিচ হয়ে গলছে
হাজার পায়ের ফাঁকে এক চিলতে মুখ
ড়ুকরে ড়ুকরে বলে...ও ভাই শুনছেন......
কাক কেঁচো মাছি আর মানুষ এক নীলাকাশে
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
অনড় অশতিপর কালের স্বাক্ষী তোবড়ানো গাল
জেগে ওঠা শিরা তার শেষ শক্তি দিয়ে ফেরাতে চায়,
যারা হেঁটে হেঁটে চলে যায়....চোখ মুদে,মুখ গুঁজে
চলে যায়....তোবড়ানো গাল শেষ বার বলে যায়....
ও ভাই শুনছেন......কেউ কি শুনছেন ভাই..........
ঐকান্তিক প্রচেষ্টায় বধির আমি,প্রচন্ড ইচ্ছায়
বোবা আমরা না শোনার ভানে হেঁটে যাই......
পেছনে সময় বলে চলে...ও ভাই শুনছেন....
কেউ কি শুনছেন ভাই......
কান পাতুন- কান পাতুন- কান পাতুন.............
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কান পাতুন, কান পাতুন, কান পাতুন, কান পাতুন ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৩৪
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৩৪
১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০০
রাতমজুর বলেছেন: পানপেতে লাভ নাই, কানে কিছু ঢুকেনা আমাদের।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০২
লেখক বলেছেন: ঐকান্তিক প্রচেষ্টায় বোধির আমি,প্রচন্ড ইচ্ছায়
বোবা আমরা না শোনার ভানে হেঁটে যাই......
বোবা আমরা না শোনার ভানে হেঁটে যাই......
২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৪
পলাশমিঞা বলেছেন: কাক কেঁচো মাছি আর মানুষ এক নীলাকাশে
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
ভাইরে ভাই কোণঠাসা খাইছি। এক্কেবারে অসাধারণ!!!
আমার একটা ইংলিশ কবিতা আছে পড়বেন। আরেকটা আছে ওটা এখনো শেষ হয়নি।
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
ভাইরে ভাই কোণঠাসা খাইছি। এক্কেবারে অসাধারণ!!!
আমার একটা ইংলিশ কবিতা আছে পড়বেন। আরেকটা আছে ওটা এখনো শেষ হয়নি।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৩
লেখক বলেছেন: পুষ্টায় দিয়েন।
৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৭
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৫
লেখক বলেছেন: শামীম, ফেইস বুকে আপনাকে ওকে করার পর আর ঢুকিনি। ওটা ঠিক টানে না।ভাল তো ?
৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: +++++
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
তারার হাসি বলেছেন: @ বিষাক্ত - তোমার সমস্যা কি আমার মতই ?
৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: হুমম .. একই সমস্যা ... কি যে বলবো বুঝতে পারছিলাম না । অনেকক্ষন চিন্তা করে ভাবলাম শুধু প্লাসটাই দেই ।
(তুমি কিভাবে বুঝলা !!!!!!!)
(তুমি কিভাবে বুঝলা !!!!!!!)
৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯
৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
তারার হাসি বলেছেন: @ বিষাক্ত - কারণ আমি বলেছি তোমাকে, আমার সমস্যার কথা।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১৪
লেখক বলেছেন:
৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
১০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০২
পথিক!!!!!!! বলেছেন: কাক কেঁচো মাছি আর মানুষ এক নীলাকাশে
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
---nice talk
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
---nice talk
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
লেখক বলেছেন: ধন্যবাদ পথিক!!!!!!!
১১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৩
লেখক বলেছেন: ভালই, তবে কবিতা লিখতে লিখতে মূল লেখা হচ্ছে না। আগামী ইলেকশনগেট কনসপিরেসি নিয়ে বিরাট একটা লেখা ছাড়া দরকার, কিন্তু আবেদ ভাই আর বিষ্ণু কিছুতেই বেশি স্পেস বরাদ্দ দেয় না।
সমকালে আপনার লেখা ভাল লাগল।
সমকালে আপনার লেখা ভাল লাগল।
১২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
মনজুরুল হক বলেছেন:
১৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১১
পলাশমিঞা বলেছেন: সময় থাকলে একবার পড়ে আসবেন
Click This Link
জি আমিই মোহাম্মাদ আব্দুলহাক। কবিআব্দুল নামেও একটা নিক আছে এখানে
Click This Link
জি আমিই মোহাম্মাদ আব্দুলহাক। কবিআব্দুল নামেও একটা নিক আছে এখানে
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৮
লেখক বলেছেন: হেই মিঞা,এতক্ষণ কন নাই ক্যান? তয় পলাশ মিয়াই বেটার নিক।
পড়লাম অল্পের উপর। আপনার ব্যানার সেটাপ দারুন। গুনি লুক ভাই আপনি।আসলেই ব্যানার দেখে মুগ্ধ হলাম।
পড়লাম অল্পের উপর। আপনার ব্যানার সেটাপ দারুন। গুনি লুক ভাই আপনি।আসলেই ব্যানার দেখে মুগ্ধ হলাম।
১৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৪
পলাশমিঞা বলেছেন: আমিত জানি আপনে জানেন। এখানে মস্তানরা সাবাই জানে আপনিও তাদের একজন
আপনি কিন্তু ১৬ নং কমেন্টর জবাব মুছে আমারে বিপাকে পালাইছেন আপনার মন্তব্য ছাড়া আমারটা কিন্তু বেখাপ্পা লাগছে আমারটাও মুছে দেবেন নতুবা পুলাপাইন খেক খেক করে হাসবে আর বলবে পলাইশ্যা একটা বাদরা
জি পলাশমিঞা একটা যন্ত্রনা তয় কারু সাথে টক্কর দেয়না কবিতায় মন্তব্য করে এবং নিজে দু একটা লেখে। লেখার কাম কবিআব্দুলে করে।
সাইট চাইলে কইয়েন একটা বানিয়ে দবে। বানতে বেশী সময় লাগেনা তয় আপনি পোস্ট করবেন। রাজামশাইকে একটা বানিয়ে দিয়েছে এখন আমারে ভুলেই গিয়েছ
http://virtualgarden.wordpress.com/
চাইলে কইয়েন, আর অনলাইন আসেন চ্যাট করে বানিয়ে দেব।
আপনি কিন্তু ১৬ নং কমেন্টর জবাব মুছে আমারে বিপাকে পালাইছেন আপনার মন্তব্য ছাড়া আমারটা কিন্তু বেখাপ্পা লাগছে আমারটাও মুছে দেবেন নতুবা পুলাপাইন খেক খেক করে হাসবে আর বলবে পলাইশ্যা একটা বাদরা
জি পলাশমিঞা একটা যন্ত্রনা তয় কারু সাথে টক্কর দেয়না কবিতায় মন্তব্য করে এবং নিজে দু একটা লেখে। লেখার কাম কবিআব্দুলে করে।
সাইট চাইলে কইয়েন একটা বানিয়ে দবে। বানতে বেশী সময় লাগেনা তয় আপনি পোস্ট করবেন। রাজামশাইকে একটা বানিয়ে দিয়েছে এখন আমারে ভুলেই গিয়েছ
http://virtualgarden.wordpress.com/
চাইলে কইয়েন, আর অনলাইন আসেন চ্যাট করে বানিয়ে দেব।
১৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩২
মনজুরুল হক বলেছেন: থ্যাকংস। "এখানে মস্তানরা সাবাই জানে আপনিও তাদের একজন"
এইডা আপনে কি কইলেন ? আমারে দেখছেন কারো লগে মাস্তানী করতে ? আমি ভাই সাত-পাঁচ থেকে দূরে থাকা মানুষ। ভাল থাকবেন।
আমি একটা সাইট বানাইছিলাম। গুগলের ব্লগে । "থার্ড আই" নাম আছিল। এই নামেই আর একটা আছে দেইখ্যা বন কইরা রাখছি।
প্রয়োজনে আপনার হেল্প নেব। আইজ চ্যাটের সময় নাই। কাগজের লেখা আর ব্লগান এক লগে চলতাছে....
এইডা আপনে কি কইলেন ? আমারে দেখছেন কারো লগে মাস্তানী করতে ? আমি ভাই সাত-পাঁচ থেকে দূরে থাকা মানুষ। ভাল থাকবেন।
আমি একটা সাইট বানাইছিলাম। গুগলের ব্লগে । "থার্ড আই" নাম আছিল। এই নামেই আর একটা আছে দেইখ্যা বন কইরা রাখছি।
প্রয়োজনে আপনার হেল্প নেব। আইজ চ্যাটের সময় নাই। কাগজের লেখা আর ব্লগান এক লগে চলতাছে....
১৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৭
পলাশমিঞা বলেছেন: আমাকে যে ডর দেখিয়েছিলেন আপনে, তেরিমেরি শব্দ নিয়ে মনে আছে?
আমি সমার্থ শব্দকোষ ব্যবহার করি। অনেকে মনে করে আমি আঞ্চলিক ভাষায় লেখি। আসলে আমি প্রতিশব্দ ব্যবহার করি বেশি।
লেখা চালিয়ে যান তাতে আয় হবে আমার সাথে গপ করলে খাস্তা হবে।
আসল নামে বানান ভালো হবে আমার অনেকটা আছে গুগুলে যে কতটা বানিয়েছি জানিনা। শুভ কামনা রইল।
আমি সমার্থ শব্দকোষ ব্যবহার করি। অনেকে মনে করে আমি আঞ্চলিক ভাষায় লেখি। আসলে আমি প্রতিশব্দ ব্যবহার করি বেশি।
লেখা চালিয়ে যান তাতে আয় হবে আমার সাথে গপ করলে খাস্তা হবে।
আসল নামে বানান ভালো হবে আমার অনেকটা আছে গুগুলে যে কতটা বানিয়েছি জানিনা। শুভ কামনা রইল।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০২
লেখক বলেছেন: ওকে ওকে।অনেক পরে পরে আইসা দেখতেছি। ঠিকাসে।
১৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮
পলাশমিঞা বলেছেন: কি ফটু দিত চান উপরে মেইল করে দেন।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৩
লেখক বলেছেন: আপনার মেইল আডি সেইভ করে রাখছি। পরে মেইল করব।ধন্যবাদ।
১৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২১
ত্রিভুজ বলেছেন: ভাল লিখেছেন... ভাল লাগলো।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪০
লেখক বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ।
১৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩০
শয়তান বলেছেন:
আমি কালা । তয় আন্ধা নই । পড়ি বেশী । লেখি কম । ভাবের প্রকাশও তাই কম । আমি মানুষটা কিরম ???
--**বধির এ ওকার কেন ?**
আমি কালা । তয় আন্ধা নই । পড়ি বেশী । লেখি কম । ভাবের প্রকাশও তাই কম । আমি মানুষটা কিরম ???
--**বধির এ ওকার কেন ?**
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৯
লেখক বলেছেন: এত পরে ক্যা? আগে কইতারেন নাই? ঠিক করছি....বাপস ! তিন বার চেক করার পরও আগাছা বাইরায় ....থ্যাঙ্কস
২০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৪
শয়তান বলেছেন: নোপ । নো আইডিয়া ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২৪
লেখক বলেছেন: মুঝে ভি "নো আইডিয়া । "!!
২১. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
শয়তান বলেছেন: খবর নিলাম । ঘটনা বেশ মজার !!!!!!
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯
লেখক বলেছেন: যেমন ? অন্য নামে বলে যান।ওয়ান ইজ গন।
২২. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৩
শয়তান বলেছেন: আপনেরপাংখারসংখ্যাবাড়তেছেক্রমশএটাইঘটনাবুঝছেন?
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৮
লেখক বলেছেন: বুঝতেছি।ভাবনারবিষয়।রেডফ্লাগ এগেইনস্ট রেডফ্লাগ মনে হয়।
২৩. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩০
মনজুরুল হক বলেছেন: বুঝতেছি।ভাবনারবিষয়।রেডফ্লাগএগেইনস্টরেডফ্লাগমনেহয়।
২৪. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৩
শয়তান বলেছেন: ব্যাপারসনালেখতেথাকেননিজেরমতনিজেরইচ্ছায়নিজেরমনেখেয়ালখুশীমতন
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৪
লেখক বলেছেন: অফকোর্স
২৫. ২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২১
মনজুরুল হক বলেছেন: "কিসে কি হয়,কিসে কি হয় না" , উপলব্ধির জায়গায় হোচট লাগছে !!
২৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
ত্রিশোনকু বলেছেন: আজকাল লিখছেন না।
যদিও আমি মনে করি কবিতাই আপনি সবচে' ভাল পারেন।
আসলে অনেক কিছুই রসোতীর্ন ভাবে করেন।
তাই প্রতিটি বিষয়ে পর্যাপ্ত সময় দিতে পারেন না।
Curse on man of many talents.
যদিও আমি মনে করি কবিতাই আপনি সবচে' ভাল পারেন।
আসলে অনেক কিছুই রসোতীর্ন ভাবে করেন।
তাই প্রতিটি বিষয়ে পর্যাপ্ত সময় দিতে পারেন না।
Curse on man of many talents.
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬
লেখক বলেছেন:
ঠিক বলেছেন।
সময় আমার পুরোটা সময় খেয়ে ফেলে
ঠিক বলেছেন।
সময় আমার পুরোটা সময় খেয়ে ফেলে