২৯ জানু, ২০০৮

শুরু হলো পথ চলা

অল্টারনেটিভ ব্লগ এর যাত্রা শুরু হলো নতুন করে। শুভাকাঙ্খীদের সাদর আমন্ত্রণ। আপনাদের সহায়তায় এই ব্লগটি প্রতিবাদের প্রতীক যেমন হয়ে উঠতে পারে, তেমনি সমমনাদের গুরুত্বপূর্ণ লেখার আর্কাইভও হয়ে উঠতে পারে। আমাদের লেখাগুলো হয়ে উঠুক দিন বদলের হাতিয়ার।

শুভেচ্ছাসহ
মনজুরুল হক
৪ ফেব্রুয়ারি ২০১১


২টি মন্তব্য:

RTH বলেছেন...

ফলো মার্লাম :)

মনজুরুল হক বলেছেন...

এটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে! আমার ব্লগের পয়লা কমেন্ট! কংগ্রাটস!!