১৭ ফেব, ২০১১

অনেকটা পথ যখন যেতে হবে তখন রাত থাকতে বেরোনোই ভাল


২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
 -----------------------------

অনেকটা বছর যখন চেয়ে থাকতে হবে
তখন চোখদুটো দেখিয়ে রাখা ভাল
অনেকটা পথ যখন হেঁটে যেতে হবে
তখন রাত থাকতেই বেরোনো ভাল

সাজানো বাড়ি টালির দোচালা
পোড়া ইঁট রং দক্ষিণে খোলা বারান্দা
কোনাতে হাস্নাহেনা আর কোনে উঠে
গেছে লকলকে মাধবীলতা লাল সাদা নীল
আমের ডালেতে বাঁধা দোলনা ফুলময়
নিবিড় ছায়ায় খেলা করে স্বপ্ন ছবিরা
এসব নিয়েও অনেকটা দিন যখন
পথ চাইতে হবে তখন আরো
দুজোড়া চশমা নিয়ে রাখা ভাল

যদি অন্য ভাবে অন্য কিছু হয়
যদি অন্য রকম অন্য হিসেব হয়
যদি হাত ধরে তার অজানায় যেতে হয়
যদি অনির্দিষ্ট অচেনা পথে হারিয়ে যেতে হয়
যদি কিশোরী আবেগে হাত ধরাধরি করে
আকাশে বা সাগরে ঝাঁপাতে হয়.....তাহলে
আর দেরি না করে মনস্থির করে ফেলাই ভাল

সেই তো সাজানো বাগান রইল সাজানো
মাধবীরা ঝরে গেল অনাদরে
হাস্নাহেনারা মাতাল করা সময়ে ডেকে
আনল কাল নাগ
কাঠের দোলনা ক্ষয়ে ক্ষয়ে গেল
সটান উঠে যাওয়া সুপারীটা নুয়ে
গেল বয়স ভারে
গোলাপেরা বলে দিল আর ফুটবে না তারা
দোচালা টালি লাল থেকে ধূসর হলো
সব ক’টা পাখি একসাথে উড়ে গেল
সব গাঢ় ছায়াগুলো একসাথে সরে গেল
ঠাঠা রোদ্দুরে বিহঙ্গ একা থাকতে হলে
নরোম মনটা শক্ত করে রাখা ভাল

অনেকটা পথ যখন যেতেই হবে
তখন রাত থাকেতেই বেরোনো ভাল
অনেকটা বছর যখন চেয়ে থাকতে হবে
তখন চোখ দুটো দেখিয়ে রাখা ভাল
সারাটা জীবন যখন অপেক্ষাতেই থাকতে হবে
তখন জন্ম জন্মান্তরের স্মৃতি সাথে রাখা ভাল
সঞ্চিত স্মৃতি হিসেব করে খরচ করা ভাল.....
অনেকটা পথ যখন যেতে হবে
তখন রাত থাকতেই বেরোনো ভাল ...........


লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অপেক্ষাঅপেক্ষা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৫


  • ২৯ টি মন্তব্য
  • ৩৯৪ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে
১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭
তারার হাসি বলেছেন:
"অনেকটা পথ যখন যেতেই হবে
তখন রাত থাকেতেই বেরোনো ভাল
অনেকটা বছর যখন চেয়ে থাকতে হবে
তখন চোখ দুটো দেখিয়ে রাখা ভাল
সারাটা জীবন যখন অপেক্ষাতেই থাকতে হবে
তখন জন্ম জন্মান্তরের স্মৃতি সাথে রাখা ভাল
সঞ্চিত স্মৃতি হিসেব করে খরচ করা ভাল.....
অনেকটা পথ যখন যেতে হবে
তখন রাত থাকতেই বেরোনো ভাল ..........."


সাধারণ কিছু কথার অসাধারণ উপস্থাপন ...
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
লেখক বলেছেন: কি আর করা যাবে ! দুদিন ধরে ভারি ভারি শব্দাবলি লিখে মাথা ভার হয়ে ছিল। এখনো মাথা ব্যথা সারেনি।কখনো সম্পূর্ণ সারে না। ভাবতে আর ভাল্লাগছিল না.........

আপনি ভাল আছেন ?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৮
লেখক বলেছেন: থ্যাঙ্কস এন্ড কঙ্গ্রাটস।
৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৬
তারার হাসি বলেছেন: পড়েছি আপনার ভারি শব্দাবলির লিখন, কিন্তু আমার অল্পবিদ্যা নিয়ে কমেন্ট দিই নাই।।
ভাল আছি, শুভেচ্ছা ।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৬
লেখক বলেছেন: "কিন্তু আমার অল্পবিদ্যা নিয়ে কমেন্ট দিই নাই।"

এটা হলো ভয়াবহ রকমের বিণয় ! আপনার 'অল্পবিদ্যা' নিয়েই না হয় কমেন্ট করে দেখতেন ! তাহলে ধরে নিতে হবে--নুশেরার "অনেকবিদ্যা" ! ও তো একজনের সঙ্গে এনকাউন্টার করে ফেলল ।

দেখুন তো আপনার ছবি ব্লগে খামোখা পন্ডিতি করি ! অথচ ছবির কিছুই বুঝি না আমি !!

প্রীতি শুভেচ্ছা।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫
লেখক বলেছেন: আমার কবিতা দিয়ে আমায় প্রশ্ন করলেন ? না কি অন্য কিছু মিন করলেন ?

মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩
লেখক বলেছেন: থ্যাঙ্কস এই পোস্টে কমেন্টের জন্যে।কঙ্গ্রাটস আড়াই দিন পর আমার ব্লগে পদধূলির জন্যে।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১১
লেখক বলেছেন: ধন্যবাদ মানুষকে।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩১
লেখক বলেছেন: ধন্যবাদ নিহন।
৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪০
...অসমাপ্ত বলেছেন: "সারাটা জীবন যখন অপেক্ষাতেই থাকতে হবে
তখন জন্ম জন্মান্তরের স্মৃতি সাথে রাখা ভাল
সঞ্চিত স্মৃতি হিসেব করে খরচ করা ভাল....."

এমন করেই কিছু শব্দ অসাধারণ এক কবিতার জন্ম দেয়।... মনজুরুল হক ... ভাল লিখেছেন সেটা আপনিও জানেন। :)

শুভ কামনা রইল। ...চলুক।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
লেখক বলেছেন: আপনি সম্ভবত কিছু একটা বোঝাতে চেয়েছেন,কিন্তু আমার অক্ষমতায় বুঝে উঠতে পারলাম না।


শুভ কামনা ।
৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০০
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৮
লেখক বলেছেন: তাইলে আমার আর ভাষা নাই..../:)/:)
১০. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৭
সত্যান্বেষী বলেছেন: কিছু কিছু কবিতা খুব ভিতরে জায়গা করে নেয়। সেখান থেকে নড়ে না একচুল। আপনার ‌'হা ঈশ্বর, আমার দাড়াবার জমিন কই?' আমার কাছে এমনি একটি কবিতা হয়ে আছে। যেনবা আপনার টোটেম। যেনবা এর ভেতর দিয়ে আমি আপনাকে চিনি। এই আর কি।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১০
লেখক বলেছেন: আপনি আসলেই আমাকে চেনেন।ভাল ভাবেই চেনেন।ওই 'আমি' মাঝে মাঝে সরে যাই বেখেয়ালে,আলগোছে....জানি ওখানেই ফিরতে হবে আমায়।

শুভাশীষ রইল।
১১. ২৭ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০০
নুশেরা বলেছেন: কী যে ভাল লাগল, বোঝাতে পারব না। আচ্ছা মনজুরুলভাই, কতক্ষণ লাগল এটা লিখতে আপনার? লেখাটা শেষ করার পর তৃপ্তি পেলেন কেমন?
(অফটপিক- কোন্ এনকাউন্টারের কথা বলেন :)? ওহ্ ভাল কথা, ঐ আজাইরা উৎপাত ইস্যু(!)তে আপনাকে ধন্যবাদ। কারো কারো সঙ্গে তর্কের প্রবৃত্তিও থাকেনা )
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১:০১
লেখক বলেছেন: কতদিন পর মনে পড়ে গেল...........
১২. ২৭ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৭
মনজুরুল হক বলেছেন: আমি সাধারণত খুব দ্রুত লিখি।কাগজে লিখলে লাগত খুব বেশি হলে আধাঘন্টা। কী-বোর্ডে লেগেছে ৪৫ মিনিট মত।

"লেখাটা শেষ করার পর তৃপ্তি পেলেন কেমন?"

এটা সম্ভবত আপনার প্রশ্ন নয়,কিছু একটা মিনিং করেছেন। হয়ত সেটাই ঠিক।

এনকাউন্টারঃ এই লোকগুলি পোস্ট না পড়ে অন্যের কমেন্ট ধরে ধরে ক্যাচাল বাঁধায়। চাইছিলাম ডিবেটটা আমার সাথে করুক,তা করল না।যাগ্গে।

শুভেচ্ছা।
২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০০
লেখক বলেছেন: এবং অনেকটা পথ যেতে হবে সেটি মাথায় নিয়েই..................
১৪. ২৫ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২২
তনুজা বলেছেন: নিবীড়- নিবিড়
অনিদৃষ্ট-অনির্দিষ্ট


ভাল লাগার কথা আর নাই বা বললাম মনজু ভাই
আগে একবার ঘুরে গেছি কিন্তু কমেন্ট দিইনি
ক-খ-গ এর পোস্টে একটা কমেন্ট দেখলাম আপনার , খুব ভাল লাগল
সেটা কিসের?
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:০১
লেখক বলেছেন:
সেটা সেই অর্থে কিছুই না। ওর পোস্ট পড়ে মনে হলো, তাই লিখে ফেললাম।
হুটহাট এরকম হয়ে যায়। আয়োজন করে বসলে আয়োজনটাই সার হয়!

শুরু হোক পথ চলা....শুরু হোক কথা বলা....

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২২
খোলা জানালার ধারে মাথা রেখে
কত ক্লান্ত সকাল দুঃসহ রাত পার
করে তবু প্রহর গুনিছ আনমনে,
আমি ভোরের শিশির মুখে মেখে
দুটি বিরহ গোলাপ সাথে নিয়ে
তবু পারিনি তোমারে তুলে দিতে-
খোলা জানালার ধারে মাথা রেখে।

যদি হারানো সে দিন ফিরে পেতে
তবে হারানো কথা কি ভুলে যেতে
সেই পুরোনো কথা কি ভুলে যেতে?

তুমি দু হাত বাড়িয়ে বলেছিলে.....
শুরু হোক পথ চলা...শুরু হোক কথা বলা.....
আমি সাগর বেলায় আজো একাকী
পারিনি তোমারে ভুলে যেতে.........
খোলা জানালার ধারে মাথা রেখে।

কতটা পথ চলা শেষে তুমি বুঝে নেবে
শুরু হলো পথ চলা...শুরু হলো কথা বলা....

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খোলা জানালা ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪২


  • ৩৪ টি মন্তব্য
  • ৩১৭ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে
১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
একরামুল হক শামীম বলেছেন:
কতটা পথ চলা শেষে তুমি বুঝে নেবে
শুরু হলো পথ চলা...শুরু হলো কথা বলা....

আমারও জানার খুব ইচ্ছা।
কবিতা ভালো লেগেছে।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৫
লেখক বলেছেন: কোন দিন জানা যাইবে না..............



থ্যাঙ্কয়ু শামীম।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৬
লেখক বলেছেন: "শুরু হোক পথ চলা...শুরু হোক কথা বলা...."

সকল অর্থেই.........
৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
লেখক বলেছেন: স্টাইলটা গানেরই মত । ঠিক ধরেছেন। এটা চটুল। আমার ব্লগে আরো কিছু কবিতা আছে আপনি দেখলে খুশি হব। সমৃদ্ধ কবিদের পর্যবেক্ষণ আমায় উপকৃত করবে।

ভাল আছি,অনু ভাই।আপনি বেশ অনিয়মিত।এটা অভিযোগ।
৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৮
লেখক বলেছেন: গভীর তীর্যক অনুধাবনের জন্য সাধুবাদ। অতঃপর দীর্ঘশ্বাস !!
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২২
লেখক বলেছেন: /:)
৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭
নিহন বলেছেন: যদি হারানো সে দিন ফিরে পেতে
তবে হারানো কথা কি ভুলে যেতে
সেই পুরোনো কথা কি ভুলে যেতে?
+
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
লেখক বলেছেন: .............তুমি দু হাত বাড়িয়ে বলেছিলে.....
শুরু হোক পথ চলা...শুরু হোক কথা বলা.....
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৭
লেখক বলেছেন: নাহ। ছ্যাকা খাওয়া কবিতা :((
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৭
লেখক বলেছেন: হা হা হা ! আপনি তো এলিট কাতারে চলে গেলেন ! উপরে আমার বন্ধু ড.অনু হোসেন ও বলেছে এটা গান হয়েছে !

আসলে এটা গায়কী ঢঙে লেখা হয়েছে।সম্ভবত কাউকে উদ্দেশ্য করে লেখা।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৫
লেখক বলেছেন: নাহ !
১১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১
লেখক বলেছেন: শেখা হলো না....অনেক অক্ষমতার এ-ও একটা.....
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৬
লেখক বলেছেন: ড্রাফটে।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
লেখক বলেছেন: চিটাগাং এর বন্ধুরা মাইর দিব।
১৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০০
লেখক বলেছেন: খুব শিগগির চিটাগাং যাব ভাবছি...........
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৮
লেখক বলেছেন: দাদারে,আপনেরে যদি কই, 'একটা গান শোনান', আপনি শেষ পর্যন্ত একটা বিরহের গানই শোনাবেন, লাগবা বাজী ?
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
লেখক বলেছেন: আপনার শহরে বেশ ক'বার গেছি।কেন জানি না শহরটা দাগ কাটেনি,অথচ চট্টেশ্বরী আসলেই সুন্দরী ! সর্বচ্চো থেকেছি দুই দিন ! হয়ত আচানক অচেনা অনাহূতের জন্য কোন দুয়ার খোলা ছিল না........
১৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
মনজুরুল হক বলেছেন: @তারার হাসিঃ কি আশ্চর্য্য ! "আমার শহরে স্বাগতম আপনাকে। " কথাটা শুনে যেন মনে হলো আমি জানতামই যে ওটা আপনার শহর !

এই প্রথম ওই শহরের একজন বললেন...স্বাগতম আপনাকে !! নিশ্চই যাব।
১৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০১
১৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৩