১৫ ফেব, ২০১১

দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা

০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭ 
-----------------------------------------
সমস্ত ব্যকুলতা আকুলতা এক করে
যতটা দরকার তার চেয়েও করুন ভাবে
আরশ কেঁপে যাওয়া গোঙ্গানি দিয়ে
চাইলাম-দুমুঠো ভাত, সফেদ অথবা হরিদ্রাভ
যাই হোক,হোক না কুকুরের সামনে ছুঁড়ে
দেওয়া ঘৃণার মতন-পেলাম 'কুন'।নাকি সৃষ্টি !

এবার আরও প্রাগৈতিহাসিক,আরও জান্তব
ক্ষুধা এক করে হাত বাড়ালাম,
পেলাম গণতন্ত্র।ফোটাতে পারি না,
সেঁকতে পারি না,ঝলসাতেও পারি না।
ক্ষুধা আমার মেটে না,মেটে না কিছুতেই।

শীতের অনাহারি সাপের মত নির্জিব
পড়ে থেকে,শকুনের মত সারাটা আকাশ
চরে চরে,অবুঝ শিশুর মত চিৎকার করে
আবারও চাইলাম এক মুঠো ভাত------
হোক না মুটের শরীরের দুর্গন্ধে ভরা,
হোক না বস্তির এঁদো কাদা মাখানো,
হোক না জলপাই মানুষের সবুট আশ্বাস,
পেলাম প্রকান্ড বাক্স এক। ভরা তাতে
সরকার,আমলা,নিয়ম,কানুন,আদালত,
আর কুড়ি পৃষ্ঠা ব্যাপী কালো থালায় সাদা সংবাদ।

আমরা ঠিক করলাম; কেড়ে খাব,জুড়ে নেব,
আমরা ঠিক করলাম ভাত নয়,মাংশ খাব,
জুতো খাব,পাথর খাব,সংবিধান খাব,তকমা খাব,
ঝকমারি খাব,বিজ্ঞাপন খাব----সামনে দেবদূতের মত
এসে দাঁড়ালেন অন্নদাতা,এলোমেলো আমাদের
দাঁড় করালেন সার দিয়ে,কনভয় যেন।
পরম মমতায় বন্টন করলেন তামাটে রঙের
খোলসে ভরা দলা দলা কার্বাইড,গানপাউডার
অফুরন্ত।ঠিক সেইখানে,যেখানে ভাতেরা থাকে..............।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অন্নদাতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:২৭


  • ২৩ টি মন্তব্য
  • ৪৪৭ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে
১. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩
সবাক বলেছেন: দু'এক স্থানে যতি চিহ্নের বিভ্রান্তি....

অসাধারন একটি কবিতা পড়লাম।

প্রিয় পোস্টে নিয়ে গেলাম।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১২
লেখক বলেছেন: আমারও মনে হচ্ছিল,বলে দিয়ে উপকার করলেন। ধন্যবাদ।
২. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৭
রাতমজুর বলেছেন:
এবার কালী তোমায় খাবো
তোমার মুন্ডুমালা কেড়ে নিয়ে
মুড়িঘন্ট রেঁধে খাবো

অথবা সুকান্তের মত পূর্ণিমার চাঁদ খাবো
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১১
লেখক বলেছেন: আমি আপাতত সংবিধান আর তকমা খাইবার চাই...
৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩
৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩০
রাতমজুর বলেছেন: সংবিধান আর তকমা খাইবার পারবেন না, সব আগেই খায়া ফেলছে আমাগো ন্যাতারা।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫২
লেখক বলেছেন: হইল না....হা হা হা ।খাইয়া ফালাইছিল,তয় আমাগো আবার সেগ্লি ধুইয়া পানি খাওয়ানির লাইগ্গা উগরাইয়া দিছে,পট্টি পট্টা দিয়া জোড়াও দিছে...দেখেন না ড.কা. কেমুন কতায় কতায় ঐগ্লি রক্ষার কতা কয় !
৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৪
রাতমজুর বলেছেন: হা হা হা, এইটা ঠিক কৈছেন, শুধু তাই না, জুজু আইসা ঐগুলা খায়া যাইবো এই কথাও কয় ;)
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
লেখক বলেছেন: জুজু খেদানির লাইগ্গা জলপাই কাগুরা অতন্দ্র প্রহরী !
৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫
৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১২
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২৩
লেখক বলেছেন: এই আর কি ...
১১. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২১
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৫
লেখক বলেছেন: আজ মাথাব্যথা করতেছে।কাল আশা করি ম্যাসেন্জারে কথা হবে।

** এই কথা আগেও কইছিলাম.....মনে ছিল না,সরি।এখনই ঘুমাতে যেতে হবে,রুজির ধ্ন্ধায় সকালে উঠেই আবার দৌড়......
১২. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪
মানবী বলেছেন: কবিতাটি পড়ে ভালো লেগেছে বললে ভুল হবে। অসাধারন একটি অভিজ্ঞতার মতো মনে হলো পুরো কবিতাটি।


"আমরা ঠিক করলাম; কেড়ে খাব,জুড়ে নেব,
আমরা ঠিক করলাম ভাত নয়,মাংশ খাব
জুতো খাব,পাথর খাব,সংবিধান খাব,তকমা খাব,
ঝকমারি খাব,বিজ্ঞাপন খাব.."

-এমন স্পর্ধা দেখালে আমাদের ভাগ্যে গানপাউডার জুটবে, এটাই তো স্বাভাবিক!!!


চমৎকার কবিতাটির জন্য অনেক ধন্যবাদ মনজুরুল হক।
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।ভাল থাকুন।
১৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৬
নাসিমূল আহসান বলেছেন:

আমি কইলাম গানপাউডার খাইবার চাই। সারি সারি দাড়াইয়া একলগে ফাইট করতে করতে একটু গানপাউডার ; কার্বাইড ...ভালোই তো। !
০৯ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২২
লেখক বলেছেন: ঠিক। আগে মরতে শিখতে হয়, তার পরই বাঁচতে শেখা...........
১৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯
ত্রিশোনকু বলেছেন:


"আমরা ঠিক করলাম; কেড়ে খাব,জুড়ে নেব,
আমরা ঠিক করলাম ভাত নয়,মাংশ খাব,
জুতো খাব,পাথর খাব,সংবিধান খাব,তকমা খাব,
ঝকমারি খাব,বিজ্ঞাপন খাব"

-ভাত দে হারামজাদা নইলে...........মানচিত্র খাব।

কবিতা আর রাজনৈতিক বিশ্বাসের সুন্দর সমন্বয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩২
লেখক বলেছেন:
...........................!!!!

কোন মন্তব্য নেই: