১৭ ফেব, ২০১১

শুরু হোক পথ চলা....শুরু হোক কথা বলা....

২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২২
খোলা জানালার ধারে মাথা রেখে
কত ক্লান্ত সকাল দুঃসহ রাত পার
করে তবু প্রহর গুনিছ আনমনে,
আমি ভোরের শিশির মুখে মেখে
দুটি বিরহ গোলাপ সাথে নিয়ে
তবু পারিনি তোমারে তুলে দিতে-
খোলা জানালার ধারে মাথা রেখে।

যদি হারানো সে দিন ফিরে পেতে
তবে হারানো কথা কি ভুলে যেতে
সেই পুরোনো কথা কি ভুলে যেতে?

তুমি দু হাত বাড়িয়ে বলেছিলে.....
শুরু হোক পথ চলা...শুরু হোক কথা বলা.....
আমি সাগর বেলায় আজো একাকী
পারিনি তোমারে ভুলে যেতে.........
খোলা জানালার ধারে মাথা রেখে।

কতটা পথ চলা শেষে তুমি বুঝে নেবে
শুরু হলো পথ চলা...শুরু হলো কথা বলা....

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খোলা জানালা ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪২


  • ৩৪ টি মন্তব্য
  • ৩১৭ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে
১. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
একরামুল হক শামীম বলেছেন:
কতটা পথ চলা শেষে তুমি বুঝে নেবে
শুরু হলো পথ চলা...শুরু হলো কথা বলা....

আমারও জানার খুব ইচ্ছা।
কবিতা ভালো লেগেছে।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৫
লেখক বলেছেন: কোন দিন জানা যাইবে না..............



থ্যাঙ্কয়ু শামীম।
২. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৬
লেখক বলেছেন: "শুরু হোক পথ চলা...শুরু হোক কথা বলা...."

সকল অর্থেই.........
৩. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
অনু হোসেন বলেছেন: মনজু ভাই গান না কবিতা। মনে হচ্ছে গান হলে জমবে ভালো। আছেন কেমন?
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
লেখক বলেছেন: স্টাইলটা গানেরই মত । ঠিক ধরেছেন। এটা চটুল। আমার ব্লগে আরো কিছু কবিতা আছে আপনি দেখলে খুশি হব। সমৃদ্ধ কবিদের পর্যবেক্ষণ আমায় উপকৃত করবে।

ভাল আছি,অনু ভাই।আপনি বেশ অনিয়মিত।এটা অভিযোগ।
৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২
পেটপাতলা বলেছেন: দুনিয়াডা কোন দিকে যাইতেছে ঠাওর রাখতে অইব।
মাথা ঠিক রাখতে অইব।
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৮
লেখক বলেছেন: গভীর তীর্যক অনুধাবনের জন্য সাধুবাদ। অতঃপর দীর্ঘশ্বাস !!
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২২
লেখক বলেছেন: /:)
৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭
নিহন বলেছেন: যদি হারানো সে দিন ফিরে পেতে
তবে হারানো কথা কি ভুলে যেতে
সেই পুরোনো কথা কি ভুলে যেতে?
+
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৫
লেখক বলেছেন: .............তুমি দু হাত বাড়িয়ে বলেছিলে.....
শুরু হোক পথ চলা...শুরু হোক কথা বলা.....
৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৮
৮. ২৩ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৭
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৭
লেখক বলেছেন: নাহ। ছ্যাকা খাওয়া কবিতা :((
৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৬
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৭
লেখক বলেছেন: হা হা হা ! আপনি তো এলিট কাতারে চলে গেলেন ! উপরে আমার বন্ধু ড.অনু হোসেন ও বলেছে এটা গান হয়েছে !

আসলে এটা গায়কী ঢঙে লেখা হয়েছে।সম্ভবত কাউকে উদ্দেশ্য করে লেখা।
১০. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৭
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৫
লেখক বলেছেন: নাহ !
১১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮
তারার হাসি বলেছেন:
ভাল কিভাবে থাকতে হয় তা শিখে নিতে হয়।
তারপরেও বলব, ভাল থাকবেন।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১
লেখক বলেছেন: শেখা হলো না....অনেক অক্ষমতার এ-ও একটা.....
১২. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩০
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৬
লেখক বলেছেন: ড্রাফটে।
১৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: পোস্ট মুছলেন কেন ! মাইনাস দিমু নাকি চিন্তা করতাছি
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
লেখক বলেছেন: চিটাগাং এর বন্ধুরা মাইর দিব।
১৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭
তারার হাসি বলেছেন:
পোস্ট মুছে ফেলেছেন কেন ?
চট্টগ্রাম নিয়ে পোস্ট আর আমি দেখি নাই ... :(
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০০
লেখক বলেছেন: খুব শিগগির চিটাগাং যাব ভাবছি...........
১৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৮
লেখক বলেছেন: দাদারে,আপনেরে যদি কই, 'একটা গান শোনান', আপনি শেষ পর্যন্ত একটা বিরহের গানই শোনাবেন, লাগবা বাজী ?
১৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪১
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
লেখক বলেছেন: আপনার শহরে বেশ ক'বার গেছি।কেন জানি না শহরটা দাগ কাটেনি,অথচ চট্টেশ্বরী আসলেই সুন্দরী ! সর্বচ্চো থেকেছি দুই দিন ! হয়ত আচানক অচেনা অনাহূতের জন্য কোন দুয়ার খোলা ছিল না........
১৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
মনজুরুল হক বলেছেন: @তারার হাসিঃ কি আশ্চর্য্য ! "আমার শহরে স্বাগতম আপনাকে। " কথাটা শুনে যেন মনে হলো আমি জানতামই যে ওটা আপনার শহর !

এই প্রথম ওই শহরের একজন বললেন...স্বাগতম আপনাকে !! নিশ্চই যাব।
১৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০১
তারার হাসি বলেছেন: অবশ্যই আসবেন।
একটা প্রশ্ন ছিল, " আচানক" শব্দের অর্থ কি ?
১৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৩
মনজুরুল হক বলেছেন:

আচানক > আচমকা > আচম্বিতে > হঠাৎ ।

যাবার আশায় শুরু হলো দিন গোনা.............

কোন মন্তব্য নেই: