১৭ ফেব, ২০১১

অর্থনৈতিক মন্দার বিশ্বঝড় বাংলাদেশেও

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৫

সারা বিশ্ব অর্থনৈতিক সংকটে পড়েছে।বিশ্বের বড় বড় শেয়ার বাজারে ধ্বস নেমেছে।শেয়ারের দরপতন ১৯৯৩ সালের ’মহামন্দা’কে অতিক্রম করেছে।একদিনে নাসডাক-এ শেয়ারের সূচক নেমেছে ২৩৭ ভাগ।একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে,ইউরোপে।টোকিও শেয়ার বাজারের ধ্বস আক্রান্ত করেছে গোটা এশিয়ার শেয়ার বাজারকে।

বাংলাদেশে এর প্রতিক্রিয়া আরো ভয়াবহ! ক্রমাগত গার্মেন্ট এর অর্ডার বাতিল হয়ে যাচ্ছে।মধ্য এশিয়ার সাহায্যকারী দেশ থেকে বাংলাদেশের আর্থিক সাহায্য দ্রুত কমে যাচ্ছে।বাংলাদেশের মত দরিদ্র দেশগুলো পড়তে যাচ্ছে ভয়াবহ সংকটে।

বুশ যদিও ইউরোপীয় মিত্রদের সাথে নিয়ে ’পরিস্থিতি মোকাবেলা করা হবে’ বলে বাণী ঝেড়েছেন,কিন্তু ঘটনার আকষ্মিকতা এই সব ঘোষণার কেয়ার করছে না। আমরা কী আরো একটা দুর্যোগকালীন দশায় পড়তে যাচ্ছি?

প্রকাশ করা হয়েছে: সমসাময়ীক রাজনীতি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:২৯


  • ৮ টি মন্তব্য
  • ১৬৪ বার পঠিত,
Send to your friend Print
পোস্টটি ২ জনের ভাল লেগেছে
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮
লেখক বলেছেন: হয়ত।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯
লেখক বলেছেন: কি মনে হয়?
৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০২
নীরর বলেছেন: খুব সম্ভবত আমরা আরেকটা বিশ্বব্যাপী মন্দার দিকে ধাবিত হচ্ছি
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
লেখক বলেছেন: ঝড় শুরু হলে দালান তো টেকে,কিন্তু কুড়েঘর?
৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭
অপ বাক বলেছেন: গার্মেন্টস এর অর্ডার বাতিল হয়ে যাওয়ার একটা প্রভাব হয়তো অর্থনীতিতে পড়বে, তবে আর্থিক সাহায্যের প্রবাহ স্থিমিত হয়ে যাওয়ার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে তেমন পড়বে না।

যদিও অর্থনীতির বিষয়ে আমার অভিজ্ঞতা কিংবা দক্ষতা কম তবে আমার অনুমাণ মন্দার দিকে আমরা ধাবিত হচ্ছি না। আমাদের প্রধান রপ্তানীদ্রব্য তৈরি পোশাক শিল্প হয়তো সামান্য ক্ষতির মুখোমুখি হবে তবে ব্যপক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে না।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
লেখক বলেছেন: পড়বে। আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের প্রায় ৮০% টাকা আসে ডোনারদের কাছ থেকে। সেই ডোনাররা যখন নিজেদের ইকোনমিক ফ্লো ঠিক রাখতে অনুদান কাটছাঁট করবে,যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বাকিতে বা সহজ শর্তে ঋৃণ দেবে না(জ্বালানী তেলের জন্য) তখন নিশ্চিতভাবেই আমাদের মন্দাদশা মোকাবেলা করতে হবে।

এমনিতেই গার্মেন্ট মালিকরা ছুঁতো খোঁজে মজুরি না দেওয়ার, এবার তারা হাতের নাগালেই 'ছুঁতো' পেয়ে গেল।

কোন মন্তব্য নেই: