০২ রা নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৩
১।
বিগলিত করুণা জাহ্ণবী যমুনা
হিম শৈল পরে ভাসমান মেনকা
স্বর্গ দ্যুতি পড়ে শীৎকারি চারিদিক
কণ্ঠা লগ্না করে সুতীব্র বাসনা
চুম্বন এঁকে দেয় সিক্ত অধরেতে
বেপথু স্বপ্ন ভঙ্গ ঘটে অন্তিমে যাতনা।
------------------------------------------------
২।
কুকুর মাত্রেই এক একটা দিন আসে
তাকে ল্যাজ নাড়তে হয় অকারণে,
মানুষ মাত্রেই এক একটা দিন আসে
তাকে আশাহত হতে হয় গুপ্ত কারণে।
কুকুরের আরাধ্য ঠিক আধখাওয়া হাড়
মানুষের অদম্য লিপ্সা এঁটো ভালবাসা
আধখাওয়া আর এঁটোর তফাৎ বোঝে
না মানুষ,ছোটে কুকুরেরই মত............
কেননা এক একটা দিন আসে
তাকে ল্যাজ নাড়তেই হয় কুকুরের মত।
--------------------------------------------
৩।
চারুদত্ত আধারকার ককটেল বুঝতেন ভাল
সুনন্দা বিরক্তি চেপে বলতেন 'সিম্পল্টন'!
হুইস্কিতে জল ছাড়া যায় না বলে ধেনোচারি
বাংলা পেটানো মাল ককটেল বোঝে কী?
ডিমেতে ব্র্যান্ডি আর হুইস্কি ডাবেতে
যে শালা চাখেনি তারে ভালবাসতে বল
টায় টায় মিলে যাবে ককটেলে ফল।।
৪।
আমি ঠিক একটা ঘুম দিয়ে উঠে
ভাবতে চাই .....................
৮ অক্টোবর কোন কিছু ঘটে নি
তুমি চোখ মেলে দেখে নিও
পথ রোধ করে কেউ দাঁড়ায়নি..
কোথাও কখনো কেউ ছিল না
কোথাও কখনো কেউ থাকে না।
বিগলিত করুণা জাহ্ণবী যমুনা
হিম শৈল পরে ভাসমান মেনকা
স্বর্গ দ্যুতি পড়ে শীৎকারি চারিদিক
কণ্ঠা লগ্না করে সুতীব্র বাসনা
চুম্বন এঁকে দেয় সিক্ত অধরেতে
বেপথু স্বপ্ন ভঙ্গ ঘটে অন্তিমে যাতনা।
------------------------------------------------
২।
কুকুর মাত্রেই এক একটা দিন আসে
তাকে ল্যাজ নাড়তে হয় অকারণে,
মানুষ মাত্রেই এক একটা দিন আসে
তাকে আশাহত হতে হয় গুপ্ত কারণে।
কুকুরের আরাধ্য ঠিক আধখাওয়া হাড়
মানুষের অদম্য লিপ্সা এঁটো ভালবাসা
আধখাওয়া আর এঁটোর তফাৎ বোঝে
না মানুষ,ছোটে কুকুরেরই মত............
কেননা এক একটা দিন আসে
তাকে ল্যাজ নাড়তেই হয় কুকুরের মত।
--------------------------------------------
৩।
চারুদত্ত আধারকার ককটেল বুঝতেন ভাল
সুনন্দা বিরক্তি চেপে বলতেন 'সিম্পল্টন'!
হুইস্কিতে জল ছাড়া যায় না বলে ধেনোচারি
বাংলা পেটানো মাল ককটেল বোঝে কী?
ডিমেতে ব্র্যান্ডি আর হুইস্কি ডাবেতে
যে শালা চাখেনি তারে ভালবাসতে বল
টায় টায় মিলে যাবে ককটেলে ফল।।
৪।
আমি ঠিক একটা ঘুম দিয়ে উঠে
ভাবতে চাই .....................
৮ অক্টোবর কোন কিছু ঘটে নি
তুমি চোখ মেলে দেখে নিও
পথ রোধ করে কেউ দাঁড়ায়নি..
কোথাও কখনো কেউ ছিল না
কোথাও কখনো কেউ থাকে না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যাচ্ছেতাই ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৮
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৮
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
লেখক বলেছেন:
না বিমা। জটিল না। বিষয় বেজায় সোজা। জটিল করে লেখা।
আর জীবনটা আগেও জটিল ছিল। এখন জটিলতর। আগামীতে সম্ভবত হয়ে যাবে জটিলতম !
না বিমা। জটিল না। বিষয় বেজায় সোজা। জটিল করে লেখা।
আর জীবনটা আগেও জটিল ছিল। এখন জটিলতর। আগামীতে সম্ভবত হয়ে যাবে জটিলতম !
২. ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:২২
সত্যান্বেষী বলেছেন: শুভেচ্ছা, কবি।
২ নম্বরটা ছাড়া অন্যগুলো তেমন বুঝিনি। তবে বাকীগুলোর শৈলীর দিকটা লক্ষ্য করলাম। উপভোগ্য। পরাবাস্তবতাগন্ধী মনে হলো।
২ নম্বরটা ছাড়া অন্যগুলো তেমন বুঝিনি। তবে বাকীগুলোর শৈলীর দিকটা লক্ষ্য করলাম। উপভোগ্য। পরাবাস্তবতাগন্ধী মনে হলো।
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫
লেখক বলেছেন: ঠিক ধরেছেন।বোদ্ধার চোখ ফাঁকি দেওয়া যায় না !
বিক্ষিপ্ত চিত্তচালনা কখনো কখনো নিউমেরিক এবং সুররিয়ালিজমে আস্রয় পেতে চায়.....
ধন্যবাদ আপনাকে।
বিক্ষিপ্ত চিত্তচালনা কখনো কখনো নিউমেরিক এবং সুররিয়ালিজমে আস্রয় পেতে চায়.....
ধন্যবাদ আপনাকে।
৩. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৮
লেখক বলেছেন:
আপনি কবি'র মনন দিয়ে দেখেছেন,তাই ভাল লেগেছে।
আমি কবি নই,আবার অকবিও নই। বলতে পারেন.......
ভেন্না পাতার ছাউনি তলে
আমড়া কাঠের ঢেঁকি !!
আপনি কবি'র মনন দিয়ে দেখেছেন,তাই ভাল লেগেছে।
আমি কবি নই,আবার অকবিও নই। বলতে পারেন.......
ভেন্না পাতার ছাউনি তলে
আমড়া কাঠের ঢেঁকি !!
৪. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৫৮
লেখক বলেছেন: "( না বুঝেই কমেন্ট) " ধরে নিচ্ছি এটা অতি মাত্রার বিনয়। আপনি কবিতা বেশ ভাল বোঝেন (এটা কিন্তু বিনয় নয়)।
যে কথাটা বলতে চাইছিলেন সেটা বলতে পারছেন না ! অনুমান ভুলও হতে পারে......
রাগ কমেছে ?
যে কথাটা বলতে চাইছিলেন সেটা বলতে পারছেন না ! অনুমান ভুলও হতে পারে......
রাগ কমেছে ?
৫. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ২:১১
তারার হাসি বলেছেন:
"যে কথাটা বলতে চাইছিলেন সেটা বলতে পারছেন না ! অনুমান ভুলও হতে পারে......
রাগ কমেছে ? "
মাথায় কিছু ঢুকে নাই।
"যে কথাটা বলতে চাইছিলেন সেটা বলতে পারছেন না ! অনুমান ভুলও হতে পারে......
রাগ কমেছে ? "
মাথায় কিছু ঢুকে নাই।
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ২:২০
লেখক বলেছেন:
ব্লগে তো মাথায় ঢোকানোর মত বিশদ বলা যাবে না । বাদ দিন। সব কথা মাথায় ঢোকালে মাথা ভার হয়ে থাকে।সেই সাথে রাগ বেড়ে গেলে এসিড সিক্রেশন হয়,মুখ তেতো তেতো লাগে...
ভাল থাকুন। নিজের যত্ন নিন।
(এই কথাগুলো অনধিকার চার্চার মত হয়ে গেল,কিছু মনে করবেন না।)
ব্লগে তো মাথায় ঢোকানোর মত বিশদ বলা যাবে না । বাদ দিন। সব কথা মাথায় ঢোকালে মাথা ভার হয়ে থাকে।সেই সাথে রাগ বেড়ে গেলে এসিড সিক্রেশন হয়,মুখ তেতো তেতো লাগে...
ভাল থাকুন। নিজের যত্ন নিন।
(এই কথাগুলো অনধিকার চার্চার মত হয়ে গেল,কিছু মনে করবেন না।)
৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
আল-কায়ামতি বলেছেন: বিগলিত করুণা জাহ্ণবী যমুনা
হিম শৈল পরে ভাসমান মেনকা
স্বর্গ দ্যুতি পড়ে শীৎকারি চারিদিক
কণ্ঠা লগ্না করে সুতীব্র বাসনা
চুম্বন এঁকে দেয় সিক্ত অধরেতে
বেপথু স্বপ্ন ভঙ্গ ঘটে অন্তিমে যাতনা
মারহাবা মারহাবা
০৩ রা মে, ২০০৯ রাত ১১:৫৩ হিম শৈল পরে ভাসমান মেনকা
স্বর্গ দ্যুতি পড়ে শীৎকারি চারিদিক
কণ্ঠা লগ্না করে সুতীব্র বাসনা
চুম্বন এঁকে দেয় সিক্ত অধরেতে
বেপথু স্বপ্ন ভঙ্গ ঘটে অন্তিমে যাতনা
মারহাবা মারহাবা
লেখক বলেছেন:
আগে কন শিরোনাম ভাল হইছে কি-না ?
আর মারহাবা না মারবাবা?
আগে কন শিরোনাম ভাল হইছে কি-না ?
আর মারহাবা না মারবাবা?
১. জটিল
২. জটিল
৩. ঠিক বুঝি নাই তবু ভাল্লাগছে
৪. কিছুই বুঝি নাই