১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১১
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ,
নোনাধরা দেয়াল ঝুলকালির ছাত স্যাঁতসেঁতে
মেঝে বিরান মরুভূমি
জানা কথা,রাজনন্দিনীর কোমল পেলব শরীর
উৎসে ফিরবে-ফিরেছে।
জীবনের কণ্টক পথে খালি-পা দাঁড়িয়ে শতবার
বলেছি চোখে চোখ রেখে
ভালবাসা মানে চোখ বাঁধা ষাঁড়,উন্মত্ত ছোঁটে
হয় মারে নয় মরে
হয় জ্বালায় নয়তো জ্বলে ধিকি ধিকি জ্বলে
পুড়ে পুড়ে খাঁক হয়
অশুচি দেহ সন্দেহবাতিক মন জোস্নাভেজা রাত
আর দক্ষিণা বাতাস
ভালবাসবে অথচ জ্বলবে না তা কি হয়?
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ
চুলের ক্লিপ ভাঙ্গা চূড়ি দলা করা ফুল নিভে যাওয়া
লোবান কাঠি তিন প্রহরের সৌরভ
শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব
শুধু তুমি চলে গেছ
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ.......
তুমি চলে গেছ,
নোনাধরা দেয়াল ঝুলকালির ছাত স্যাঁতসেঁতে
মেঝে বিরান মরুভূমি
জানা কথা,রাজনন্দিনীর কোমল পেলব শরীর
উৎসে ফিরবে-ফিরেছে।
জীবনের কণ্টক পথে খালি-পা দাঁড়িয়ে শতবার
বলেছি চোখে চোখ রেখে
ভালবাসা মানে চোখ বাঁধা ষাঁড়,উন্মত্ত ছোঁটে
হয় মারে নয় মরে
হয় জ্বালায় নয়তো জ্বলে ধিকি ধিকি জ্বলে
পুড়ে পুড়ে খাঁক হয়
অশুচি দেহ সন্দেহবাতিক মন জোস্নাভেজা রাত
আর দক্ষিণা বাতাস
ভালবাসবে অথচ জ্বলবে না তা কি হয়?
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ
চুলের ক্লিপ ভাঙ্গা চূড়ি দলা করা ফুল নিভে যাওয়া
লোবান কাঠি তিন প্রহরের সৌরভ
শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব
শুধু তুমি চলে গেছ
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ.......
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনন্দিনী ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৫০
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৫০
২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২০
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৬
লেখক বলেছেন:
ঠিক।আমার ভগ্নির চোখ থেকে কিচ্ছুটি লুকোনোর উপায় নেই !!
'এখন কেমন আছেন' মানে কি ? আমি কি হাসপাতালে ছিলাম ?
ভাল আছি তো সেই কবে থেকে.....কী ভিষণ 'ভাল' তা যদি এসে দেখতে....
ঠিক।আমার ভগ্নির চোখ থেকে কিচ্ছুটি লুকোনোর উপায় নেই !!
'এখন কেমন আছেন' মানে কি ? আমি কি হাসপাতালে ছিলাম ?
ভাল আছি তো সেই কবে থেকে.....কী ভিষণ 'ভাল' তা যদি এসে দেখতে....
৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২১
৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৪
৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালবাসবে অথচ জ্বলবে না তা কি হয়?
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে............
অসাধারন/
খুব ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা ।
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে............
অসাধারন/
খুব ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা ।
৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৯
নুশেরা বলেছেন: বেশ কিছুদিন ধরেই তো দেখছিলাম না, বললেন ভাল লাগছেনা, মাথার যন্ত্রণা... তাই অসুস্থতার আশঙ্কাটাই মনে এসেছিল। কন্যারা ভাল আছে তো?
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪০
লেখক বলেছেন: আমার ব্লগের চান্দির উপর "আই ডি" আছে। আগামী কাল রাত ৩/৪টার দিকে একটা হিট ক'র পারলে।ম্যাসেন্জারে কথা হবে।
৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩০
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
লেখক বলেছেন: আজ ব্লগে টেকি প্রবলেম।ফায়ারফক্স ব্যবহারকারীরা + - দিতে পারছে না।
মেয়েরা ভাল। শ্রুতি ছড়া লিখেছে....দারুন!
মেয়েরা ভাল। শ্রুতি ছড়া লিখেছে....দারুন!
৮. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪
লেখক বলেছেন: কাল অথবা পরশু দেব। আগেও লিখেছিল,ভোকা আর সমকালে ছাপা হয়েছিল।
৯. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৪৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মনজুরুল ভাই, কেন জানি অতটা ভালো লাগে নাই। হয়তো আমার রুচির অপরিপক্কতা। তবে এখানে আপনার লেখনীর ধার কম লেগেছে একটু। খুব বেশি বিবৃত লেখার মাঝে কথাগুলো। আশা করি আমার কথায় গোস্বা হবেন না!
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
লেখক বলেছেন: আপনি ঠিক ধরেছেন। 'ধার' 'ভার' দুটোর কোনটাই নেই এই হতচ্ছাড়া লেখাটাতে !
লেখাটাকে 'হতচ্ছাড়া' বলছি ! আশা করি বুঝতে পেরেছেন।
লেখাটাকে 'হতচ্ছাড়া' বলছি ! আশা করি বুঝতে পেরেছেন।
১০. ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫৯
১১. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
১২. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
সত্যান্বেষী বলেছেন:
`শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব'
কথাগুলো কখনোই বলা হয়ে উঠে না। ঠিক যেমন এই ফেরারী রোদ যার সবটুকু উত্তাপ শরীরে কখনোই ভরে নেয়া হয় না। অথবা একটি শিশু যার সবগুলো ফুল্ল হাসির কেবল কয়েকটাই দেখা হয়। বাকীগুলো ভেসে যায় প্রবাহমান সময়ধারায়।
`শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব'
কথাগুলো কখনোই বলা হয়ে উঠে না। ঠিক যেমন এই ফেরারী রোদ যার সবটুকু উত্তাপ শরীরে কখনোই ভরে নেয়া হয় না। অথবা একটি শিশু যার সবগুলো ফুল্ল হাসির কেবল কয়েকটাই দেখা হয়। বাকীগুলো ভেসে যায় প্রবাহমান সময়ধারায়।
১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২
লেখক বলেছেন: আপনার ভারি, অদ্ভুত সুন্দর মন্তব্যের উত্তর দেয়ার জন্য লগইন করতে হলো।"ফেরারী রোদ" নিয়ে একটা লেখা আছে। পেপার ফর্মে।টাইপ করার আলসেমিতে প্রকাশ হচ্ছে না।
বাই দ্য ওয়ে...আপনি সচলে লেখেন । কি নিকে ?সমস্যা থাকলে ইগনোর করবেন।
ধন্যবাদ।
বাই দ্য ওয়ে...আপনি সচলে লেখেন । কি নিকে ?সমস্যা থাকলে ইগনোর করবেন।
ধন্যবাদ।
১৩. ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
সত্যান্বেষী বলেছেন: আমি সচলে লিখি না। 'মানুষের পৃথিবী' নিকে সামহোয়ারেই লিখতাম। নিকটি ব্যান্ড হওয়ার পর এই নিক নিয়েছি। পরবর্তি নিকটিও আমি ভেবে রেখেছি।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
লেখক বলেছেন:
ক'দিন আগে আপনার প্রফাইলের এই বিমূর্ত ছবিটা সচলে দেখলাম।সম্ভবত আপনার আগের নিকে একটা মাছের স্কেচ ছিল।
ক'দিন আগে আপনার প্রফাইলের এই বিমূর্ত ছবিটা সচলে দেখলাম।সম্ভবত আপনার আগের নিকে একটা মাছের স্কেচ ছিল।
১৪. ১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩ সত্যান্বেষী বলেছেন: @লেখক:
আপনার ছবি/পেইন্টিং সিলেকশন দুর্দান্ত। ভ্যানগগের স্টারি নাইট দেখার পর সম্ভবত রাতের আকাশকে আমি আর আগের মতো দেখতে পারি না। সেখানে আমি তারা আলো আর কালোর তোলপাড় ঝড় দেখি। ব্যপক ঢেউ দেখি আকাশে। আমার দৃষ্টি ইন্দ্রিয় চিরকালের জন্য একটি পরিবর্তন প্রাপ্ত হয়। আপনার ছবি/পেইন্টিং সিলেকশন দুর্দান্ত।
আপনার ছবি/পেইন্টিং সিলেকশন দুর্দান্ত। ভ্যানগগের স্টারি নাইট দেখার পর সম্ভবত রাতের আকাশকে আমি আর আগের মতো দেখতে পারি না। সেখানে আমি তারা আলো আর কালোর তোলপাড় ঝড় দেখি। ব্যপক ঢেউ দেখি আকাশে। আমার দৃষ্টি ইন্দ্রিয় চিরকালের জন্য একটি পরিবর্তন প্রাপ্ত হয়। আপনার ছবি/পেইন্টিং সিলেকশন দুর্দান্ত।
লেখক বলেছেন:
দালির কিছু দুর্দান্ত ছবি আছে।অশ্লীলতার ভয়ে এ্যাড করা যায় না! কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে...ভ্যান গগ শুধু চিত্রকর হিসেবেই নয়,মানুষ হিসেবেও আমার শ্রদ্ধাভাজন।
ধন্যবাদ গভীর ভাবনার জন্য।
মাঝে মাঝে পৃথিবীটা আসলেই সুন্দর মনে হয়..........
দালির কিছু দুর্দান্ত ছবি আছে।অশ্লীলতার ভয়ে এ্যাড করা যায় না! কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে...ভ্যান গগ শুধু চিত্রকর হিসেবেই নয়,মানুষ হিসেবেও আমার শ্রদ্ধাভাজন।
ধন্যবাদ গভীর ভাবনার জন্য।
মাঝে মাঝে পৃথিবীটা আসলেই সুন্দর মনে হয়..........
ওয়েলকাম ব্যাক