২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৩
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না......
সেগুন টেবিলে শোয়ানো হাত
মেহগনি রুলে জড়বৎ মাংশ পিন্ড
মধুর স্বপন ভেঙ্গে খান খান
জাগরণে কাটে দীর্ঘ রজনী
আলিঙ্গনে শত পরী তবু ঘুম
আসে না প্রখর দগ্ধ দিনে
শ্যামল নিবীড় শ্রান্ত নিশীথে
কড়িকাঠে পা ঝুলন্ত শরীর
উল্টো পৃথিবী উল্টোই থাকে
চাওয়া-পাওয়ার সোজা হিসেব
পলকে মিটিয়ে দেয়,কেননা টানা
সাতটি প্রহর ঝুলে থাকা মানুষ
কতটা রক্ত উগলে দিলে পরে আসে
সেই স্বপন দেখার কাল,জাগরণের
কি-বা শক্তি স্বপন দেখায় তারে?
স্বপন দেখায় অপরাধ ছিল,ছিল
সীমাহীন অবজ্ঞা তামাম নিয়মে
সমগ্র চরাচরে শেখানো কানুনে।
আমি জাগ্রত চোখে স্বপ্নদেখেছি
আমি মধুর স্বপ্ন ভাঙ্গতে দেখেছি
নখের ভেতর ছুঁচ চালানো নীল
হওয়া মুখে স্বপ্ন মেখেছি,কড়িকাঠে
ঝুলে সাতটি প্রহর উগলে দিয়েছি
রক্ত যা ছিল সাধের জীবনে
ফ্যাকাসে শরীর মৃদু দোল খায় আর
শেষ আশাতে কান পেতে রয়.......
কোথাও কি কেউ কেঁদে কেঁদে গায়.....
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না...........
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না......
সেগুন টেবিলে শোয়ানো হাত
মেহগনি রুলে জড়বৎ মাংশ পিন্ড
মধুর স্বপন ভেঙ্গে খান খান
জাগরণে কাটে দীর্ঘ রজনী
আলিঙ্গনে শত পরী তবু ঘুম
আসে না প্রখর দগ্ধ দিনে
শ্যামল নিবীড় শ্রান্ত নিশীথে
কড়িকাঠে পা ঝুলন্ত শরীর
উল্টো পৃথিবী উল্টোই থাকে
চাওয়া-পাওয়ার সোজা হিসেব
পলকে মিটিয়ে দেয়,কেননা টানা
সাতটি প্রহর ঝুলে থাকা মানুষ
কতটা রক্ত উগলে দিলে পরে আসে
সেই স্বপন দেখার কাল,জাগরণের
কি-বা শক্তি স্বপন দেখায় তারে?
স্বপন দেখায় অপরাধ ছিল,ছিল
সীমাহীন অবজ্ঞা তামাম নিয়মে
সমগ্র চরাচরে শেখানো কানুনে।
আমি জাগ্রত চোখে স্বপ্নদেখেছি
আমি মধুর স্বপ্ন ভাঙ্গতে দেখেছি
নখের ভেতর ছুঁচ চালানো নীল
হওয়া মুখে স্বপ্ন মেখেছি,কড়িকাঠে
ঝুলে সাতটি প্রহর উগলে দিয়েছি
রক্ত যা ছিল সাধের জীবনে
ফ্যাকাসে শরীর মৃদু দোল খায় আর
শেষ আশাতে কান পেতে রয়.......
কোথাও কি কেউ কেঁদে কেঁদে গায়.....
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না...........
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অবাস্তব, অবাস্তব ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৬
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৬
১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: +++++
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৫
লেখক বলেছেন: নাহ ! কোন ক্ষতি নেই। রুবেল শাহ দীর্ঘ বিরতি পর ?!
ভাল আছেন তো ?
ভাল আছেন তো ?
৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০২
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০১
লেখক বলেছেন: আমি জাগ্রত চোখে স্বপ্নদেখেছি
আমি মধুর স্বপ্ন ভাঙ্গতে দেখেছি
নখের ভেতর ছুঁচ চালানো নীল
হওয়া মুখে স্বপ্ন মেখেছি,কড়িকাঠে
ঝুলে সাতটি প্রহর উগলে দিয়েছি
রক্ত যা ছিল সাধের জীবনে
ফ্যাকাসে শরীর মৃদু দোল খায়
হ্যাঁ, এর চে' ভাল কিছু নেই !
আমি মধুর স্বপ্ন ভাঙ্গতে দেখেছি
নখের ভেতর ছুঁচ চালানো নীল
হওয়া মুখে স্বপ্ন মেখেছি,কড়িকাঠে
ঝুলে সাতটি প্রহর উগলে দিয়েছি
রক্ত যা ছিল সাধের জীবনে
ফ্যাকাসে শরীর মৃদু দোল খায়
হ্যাঁ, এর চে' ভাল কিছু নেই !
৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৪
একরামুল হক শামীম বলেছেন:
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না...........
জাগবো না জাগবো না.........
স্বপন যদি মধুর এমন
হোক সে মিছেই কল্পনা
জাগিও না আমায় জাগিও না...........
জাগবো না জাগবো না.........
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৩
লেখক বলেছেন: ঠিক আছে জাগাবেন না। জেগেই আছি বিরক্তিকর ঝামেলায়। ব্রডব্যান্ড বিকল! জিপি মিনিটে মিনিটে কেটে যাচ্ছে ! দশ বার লগইন হলাম !
৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৩
৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
৮. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
৯. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:০২ মনজুরুল হক বলেছেন: আমি নিজেই এখন হিপনোটাইজড। কবিতায় নয়, অন্য কিছুতে............................