১৬ মার্চ, ২০১১

বিদায় বন্ধু ভাল থেকো



০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:১০

পোড়ামাটি রঙের গরিব সার্ট খয়েরি জুতো
অসুস্থ ব্যাগ পরিপাটি দেহের খোলসে বিধ্বস্থ মন
শতেক মাইল স্মৃতি ছোট্ট কৌটোয় সযত্নে রাখা
সুগন্ধি ভালবাসা রাঙতা মোড়া নদীভাঙ্গা প্রেম
এসব নিয়ে দাঁড়াতে হয় উঁচু পাটাতনে শেষ বার
ঠাঁয় দাঁড়ানো সময়ের গাড়ি ছেড়ে যাবে এখনি

কত দিন, চার দিন চার মাস চার বছর অথবা
আজন্ম কিংবা জন্ম জন্মান্তর কেউ কি জানে তা ?
শেষ বার তাকাতে হয় পেছনে উচ্ছল শত মুখ
কান্ত অবসন্ন চোখ পলকে ঘুরে আসে খালি হাতে
ধুলো ধোঁয়া পেট্রোলের গন্ধ ছাঁপিয়ে কার যেন
ভেজা চুলের সোঁদা গন্ধ তখনো ঝরছে জল
পবিত্র স্নান সেরে সে কি দাঁড়িয়েছে কোলাহলে?

দ্রুত সময় খেয়ে নিচ্ছে সর্বগ্রাসী মহাকাল
শেষ বেলা শেষ দেখা শেষ কথা আরো কত কথা
পলক ফেলে দেখি কেউ নেই শুধু আমি আর তুমি
সকল কথারা ধর্মঘট ডেকে বসে ঠোঁটেরা অভিমানি
সাঁই সাঁই করে ছুটে চলে যায় বরাদ্দ সময় আমাদের
পোড়ামাটি রঙের গরিব সার্টে তোমার কম্পিত হাত
খয়েরি জুতো মাটি খুঁড়ে চলে তখনো কথারা ধর্মঘটে
মাঝে মাঝে এমন হয় ভেঙে যাওয়া ঘুম আর আসে না
প্রায়ঃশই এমন হয় ঠোঁটের পেছনে অজস্র কথারা
পেছনেই থেকে যায় এপারে আসে না আসেই না
শেষে বহু কষ্টে পাথর সরিয়ে দম আটকে কথাদের
ভিড় থেকে একটি কথাই শুধু বলা যায়......বিদায় বন্ধু ভাল থেকো।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শুভ বিদায় ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৪৯



  • ২৮ টি মন্তব্য
  • ২৯৫ বার পঠিত,
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে
১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:১৯
একরামুল হক শামীম বলেছেন:
শেষে বহু কষ্টে পাথর সরিয়ে দম আটকে কথাদের
ভিড় থেকে একটি কথাই শুধু বলা যায়......বিদায় বন্ধু ভাল থেকো।

দারুন কিছু অনুভুতির একসাথে পথচলা......

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
লেখক বলেছেন: ৫দিন পরে থ্যাংস !


২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
ইয়াহইয়া ফজল বলেছেন: সুগন্ধি ভালবাসা রাঙতা মোড়া নদীভাঙ্গা প্রেম
এসব নিয়ে দাঁড়াতে হয় উঁচু পাটাতনে শেষ বার
ঠাঁয় দাঁড়ানো সময়ের গাড়ি ছেড়ে যাবে এখন..

মাইরে। কি চমৎকার। খুব ভালো লেগেছে... খুব।
শুরু থেকে শেষ অব্দি।
ধন্যবাদ ক্ষণিকের বদলে দেয় অনুভূতির জন্য।


০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
লেখক বলেছেন: ধন্যবাদ। ওই দিন নেট বেঈমানী করেছিল,উত্তর দিতে পারিনি।


০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১:৫২
লেখক বলেছেন: আসলেই প্রস্থান করতে হচ্ছে.............


৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৩:০৯
তারার হাসি বলেছেন:
গ্রাম্য পথে পদচিহ্ন নেই । গোঠে গরু
নেই কোনো, রাখাল উধাও, রুক্ষ সরু
আল খাঁ খাঁ, পথপার্শ্বে বৃক্ষেরা নির্বাক
নয় রৌদ্রে চতুর্দিকে, স্পন্দমান কাক, শুধু কাক।

আমার খুব প্রিয় একজন বন্ধু হারিয়ে গিয়েছে এমন করে, এখন কাকও নেই।

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
লেখক বলেছেন: এত হৃদয়স্পর্শী কথামালার উত্তরে কী বলা যায় ? নির্বাক।


০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
লেখক বলেছেন: অগত্যা


১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১
লেখক বলেছেন: 'হুমম' এর জন্য থ্যাংকস


১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
লেখক বলেছেন: আপনিও হুমম? বেশ................


১০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
লেখক বলেছেন: ফিরলাম।পরিপূর্ণ নয়।শুধু দশ আঙ্গুল আর চোখ ফিরল।মনটা এখনো নিখোঁজ।


১১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
নিবিড় বলেছেন: প্রায়ঃশই এমন হয় ঠোঁটের পেছনে অজস্র কথারা
পেছনেই থেকে যায় এপারে আসে না আসেই না
শেষে বহু কষ্টে পাথর সরিয়ে দম আটকে কথাদের
ভিড় থেকে একটি কথাই শুধু বলা যায়......বিদায় বন্ধু ভাল থেকো।

দারুন হয়েছে!!

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫১
লেখক বলেছেন: "দারুন হয়েছে"!! কথাটা কষ্ট করে লিখেছেন তাতেই দারুন লাগল !!!


২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৬
লেখক বলেছেন: লেখারা ধর্মঘট ডেকেছে !


১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৫
লেখক বলেছেন:
স্টক শেষ ! বহু কষ্টে একটা ছোট্ট লেখা খানিক পরে আলোর মুখ দেখতে পারে.....


১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
লেখক বলেছেন: ভাল, ফারুক।মা'কে নিয়ে দিনাজপুর যেতে হয়েছিল।ভেবেছিলাম এই অবসরে ব্লগোস্ফিয়ারের সাথে সম্পর্ক চুকিয়ে দেব.....হলো না ! আবার এসে অর্থহীন লেখালেখি শুরু করে দিলাম !

ভাল থাকবেন।


১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬
লেখক বলেছেন:
বাড়িতে কি এখনো নেট নেই ? সময় করে ফোন দেব। খুলনা গেলে বলে যাবেন ।

কোন মন্তব্য নেই: